TRENDING:

Ayush Majumder: আয়ুষের জন্যই গর্বিত অশোকনগর, সুরের জাদুতে কাঁপাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চ

Last Updated:
এলাকার নানা গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টারে দেখা মিলছে আয়ুষের জন্য শুভেচ্ছা বার্তা। সুরের জাদুতে আয়ুষ মজুমদার এখন যেন হয়ে উঠেছে উদ্বাস্তু নগরী অশোকনগরের নতুন গর্ব।
advertisement
1/6
আয়ুষের জন্যই গর্বিত অশোকনগর, সুরের জাদুতে কাঁপাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো এর মঞ্চ
উত্তর ২৪ পরগনা: কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার পাশে বসে বাংলা গান গেয়ে ভাইরাল হয়েছিল অশোকনগরের ছোট্ট ছেলে আয়ুষ মজুমদার। মিষ্টি কণ্ঠে গাওয়া সেই গান মুগ্ধ করেছিল নেট নাগরিকদের। এবার সেই ভাইরাল খুদে গায়কই পৌঁছে গিয়েছে এক নতুন মঞ্চে- টিভিতে জনপ্রিয় গানের রিয়েলিটি শো তে এখন নিজের প্রতিভার জাদু ছড়াচ্ছে আয়ুষ। (রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
বিচারক থেকে বিশেষ অতিথি- সকলের মন জয় করছে অশোকনগরের এই প্রতিভাবান বালক। তার কণ্ঠে ফুটে উঠছে বাংলা হিন্দি একাধিক হিট গান। সুরের মাধুর্য সঙ্গে আবেগ আর অনুভবের নিখুঁত মেলবন্ধন।
advertisement
3/6
অশোকনগরের এক শান্ত গলি থেকে প্রতিদিন ভেসে আসা রেওয়াজের সুর, এখন গোটা বাংলার মঞ্চ কাপাচ্ছে। বাবা অনিমেষ মজুমদার ও মা অর্পিতা মজুমদারের তত্ত্বাবধানেই সঙ্গীতজীবনের প্রথম পাঠ নিয়েছে আয়ুষ।
advertisement
4/6
আয়ুষের বাবা অনিমেষ মজুমদার আদ্যপ্রান্ত একজন সঙ্গীতপ্রেমী, আর মা একসময় সঙ্গীত নিয়ে পড়াশোনা করলেও সংসারের কারণে স্বপ্ন থেমে গিয়েছিল- আজ যেন তার সেই অপূর্ণ স্বপ্নই পূরণ করছে ছেলে আয়ুষ।
advertisement
5/6
সকালে রেওয়াজ, সন্ধ্যায় অনুশীলন- এই নিয়মিত সাধনাতেই তৈরি হয়েছে আয়ুষের সাফল্যের ভিত। আয়ুষের জন্যই এখন অশোকনগরের সঙ্গীত প্রেমী মানুষেরা ভসছেন আবেগে৷
advertisement
6/6
এলাকার নানা গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টারে দেখা মিলছে আয়ুষের জন্য শুভেচ্ছা বার্তা। সুরের জাদুতে আয়ুষ মজুমদার এখন যেন হয়ে উঠেছে উদ্বাস্তু নগরী অশোকনগরের নতুন গর্ব। (Rudra Narayan Roy )
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ayush Majumder: আয়ুষের জন্যই গর্বিত অশোকনগর, সুরের জাদুতে কাঁপাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল