পুর নিয়োগ দুর্নীতি মামলা, দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী-কে নোটিস ED-র, নোটিস পুত্র-কন্যাকেও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Sujit Basu Family: গত মাসেই দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস ও ভিআইপি রোডের উপরে অবস্থিত রেস্তোরাঁয় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। এবার পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর স্ত্রী, ছেলে, মেয়েকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
advertisement
1/5

কলকাতা: গত মাসেই দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস ও ভিআইপি রোডের উপরে অবস্থিত রেস্তোরাঁয় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। এবার পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর স্ত্রী, ছেলে, মেয়েকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
advertisement
2/5
সূত্রের খবর, আগামী সপ্তাহেই তলব করা হয়েছে তাঁদের। পুজো মিটতেই গত মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে ময়দানে নামে ইডি। একসঙ্গে ১০ জায়গায় তল্লাশি চলে। ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসও।
advertisement
3/5
আগামী বছর বিধানসভা ভোট। তার আগে পুরোনো মামলায় নতুন করে ইডি তৎপরতা বাড়ানোয় নানা মহলে উঠেছে প্রশ্ন। গত মাসে টানা প্রায় ২০ ঘণ্টা তল্লাশির পরে মাঝরাতে সুজিত বসুর অফিস ছাড়ে ইডি। একইদিনে গোলাঘাটায় সুজিত বোসের ছেলে সমুদ্র বোসের রেস্তোরাঁয়ও ইডির হানা চলে।
advertisement
4/5
সেই সময় সুজিত বসু জানান, "উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই সব চলছে, ওরা এর আগেও তল্লাশি করেছিল। কিছুই পায়নি।" দমকলমন্ত্রী পাল্টা তোপ দেগেছিলেন বিজেপিকে।
advertisement
5/5
তাঁর ও তাঁর ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে ইডির হানা প্রসঙ্গে দমকলমন্ত্রী আরও বলেন, "আমার বাড়িতে হচ্ছে নিতাইয়ের বাড়িতেও গিয়েছে কিছু তো পাইনি ওরা তারপরও আবার ইডি আসছে। এটা মনে হয় টার্গেট করছে, এখানে ওদের লোকজন কিছু নেই। রাজনৈতিকভাবে আক্রমণ হচ্ছে।"