TRENDING:

Narendra Modi: 'কলকাতার নরেনই গুজরাতের নরেন্দ্র মোদি', দাবি রাহুল সিনহার! বদ্ধ উন্মাদ বলে কটাক্ষ কুণালের

Last Updated:

নিজের এই মন্তব্যের বিশদে ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এর আগে মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি৷ এবার স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টানলেন বিজেপি নেতা রাহুল সিনহা৷ এ দিন কলকাতায় এ দিন বিজেপি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেতা দাবি করেন, 'কলকাতার নরেন গুজরাতে নরেন্দ্র মোদি রূপে জন্ম নিয়েছেন৷'
মোদিই স্বামী বিবেকানন্দের অবতার, দাবি রাহুল সিনহার৷
মোদিই স্বামী বিবেকানন্দের অবতার, দাবি রাহুল সিনহার৷
advertisement

পরে অবশ্য নিজের এই মন্তব্যের বিশদে ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি৷ কেন নরেন্দ্র মোদির মধ্যে তিনি স্বামী বিবেকানন্দকে খুঁজে পাচ্ছেন, তাও ব্যাখ্যা করেছেন তিনি৷

আরও পড়ুন: 'শুনছি উনি ৫ তারিখ দিল্লি যাবেন... তার আগেই...' ডিসেম্বরের শুরুতে বিরাট পরিকল্পনা ঘোষণা শুভেন্দুর

রাহুল সিনহা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই স্বামী বিবেকানন্দের রূপ নিয়েছেন৷ এটা শুধু আমরা নয়, গোটা ভারতবর্ষ বিশ্বাস করছে৷ কারণ বিবেকানন্দের দেখানো পথেই মোদিজি কাজ করছেন৷ রামকৃষ্ণ শিবজ্ঞানে জীব সেবার কথা বলতেন৷ মোদিজিও সেভাবেই কাজ করছেন৷'

advertisement

আরও পড়ুন: 'ওরা কেন্দ্রীয় সরকারের 'ইউনিফর্ম' পরা বিজেপির 'স্বেচ্ছাসেবক', কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য মন্ত্রীর?

রাহুল সিনহার এই মন্তব্যে যথারীতি তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'সারা বাংলায় উনি বার দশেক হেরেছেন৷ মাথা এমনিই গেছে৷ এটা রাজ্য বিজেপি-র আসল চেহারা৷ স্বামী বিবেকানন্দকে মোদির মধ্যে দেখছে!এরা কি পাগল না বদ্ধ উন্মাদ৷ সমাজে এই ধরনের পাগল ঘুরে বেড়ানো ঠিক নয়৷ অবিলম্বে দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

তৃণমূল বিধায়ক নির্মল মাজিও একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার রূপ বলে দাবি করে বিতর্কে জড়ান৷ যে মন্তব্যের জেরে বিবৃতি প্রকাশ করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ৷ বিজেপি থেকে তৃণমূলে নাম লেখানো বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসও ভগিনী নিবেদিতার সঙ্গে মুখ্যমন্ত্রী তুলনা টেনেছিলেন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi: 'কলকাতার নরেনই গুজরাতের নরেন্দ্র মোদি', দাবি রাহুল সিনহার! বদ্ধ উন্মাদ বলে কটাক্ষ কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল