'শুনছি উনি ৫ তারিখ দিল্লি যাবেন... তার আগেই...' ডিসেম্বরের শুরুতে বিরাট পরিকল্পনা ঘোষণা শুভেন্দুর
- Published by:Sanjukta Sarkar
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Suvendu Adhikari ||Nandigram: নন্দীগ্রামের আমাদাবাদ ১৫৪বুথে রবিবার সকালে এই কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর প্রসঙ্গে এদিন মুখ খোলেন বিরোধী দলনেতা।
#নন্দীগ্রাম: নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের আমাদাবাদ ১৫৪বুথে রবিবার সকালে এই কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা প্রসঙ্গে এদিন মুখ খোলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আগামী মঙ্গলবার এ যাবৎ তাঁর উপরে যে সমস্ত মামলা করা হয়েছে সেই সমস্ত মামলাগুলি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করে সবিস্তারে জানাবেন এবং বুধবার দিন রাষ্ট্রপতি ও সারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তথ্যসম্বলিত করে বই আকারে সবার কাছে পাঠাবেন।
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "শুনছি নাকি উনি পাঁচ তারিখ দিল্লি যাবেন উনি পৌঁছানোর আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর জানা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ কোরিয়ার শাসকের মত কী ভাবে এখানে চালাচ্ছে সেটা জানা দরকার । আমার ঘনিষ্ট লোকেদের নামে মামলা করে, নন্দীগ্রামের লোকেদের নামে মামলা করে। সবাই বাড়িতে ঘুমিয়েছিল। নিজেরা কাপড় পুড়িয়ে আমাদের ছেলেদের জেল খাটালো। আমার ইলেকশন এজেন্ট মেঘনাদ পাল, একজন সজ্জন ব্যক্তি কথায় কথায় তাঁর বিরুদ্ধেও মামলা করে। প্রলয় পাল একজন ভাল মানুষ, তাঁর বাবা দীর্ঘদিনের রাজনীতিবিদ, তাঁর বিরুদ্ধেও মামলা করে।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাপুরুষ বলা প্রসঙ্গে তিনি বলেন। এটা বাংলার লোক দেখুক, স্থাবকতা আর চটি চাটতে চাটতে এরা কোথায় গিয়েছে। কখনও নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, কখনও মা রানী রাসমণির সঙ্গে, একটা অংশের বাঙালি মমতাকে ভোট দিয়েছে তারা দেখুক কোন স্থাবক পরিবৃত হয়ে কাজ করছেন। ওকে কাউন্ট করার দরকার নেই। ওর সঙ্গে অরূপ রায় মন্ত্রী ও জেলা সভাপতি আছে, এখন কল্যাণ ঘোষ আছেন। ওখানে বিরাট গন্ডগোল আছে। প্রসুন বাবুর কাছে খবর আছে হাওড়ার কর্পোরেশনের ভোট রয়েছে। দু চারটে টিকিট যাতে মেলে এটা তৈলমর্দন ছাড়া আর কিছু নয়।
advertisement
মেদিনীপুরে তিন দিন ধরে শিশু নিখোঁজ প্রসঙ্গে তিনি বলেন এখন শিশু অধিকার পরিষদ কোথায় গেল। যারা আমাকে ঘন ঘন নোটিশ করত তারা কোথায় গেল? শিশু অধিকার পরিষদের চিঠির পর চিঠি, তড়িৎ গতিতে সাংবাদিক সম্মেলন। আজ যখন রামপুরহাট, বগটুইতে সংখ্যালঘু শিশু জলে, নারী জলে, তখন নারী শিশু অধিকারকে পাওয়া যায় না। যখন হাসখালিতে ক্লাস নাইনের ছাত্রীকে তৃণমূলের উপপ্রধানের ছেলে ধর্ষন করে গায়ে মদ ঢেলে পুড়িয়ে মারে তখন এদের পাওয়া যায় না। কলকাতার বাগুইহাটিতে দুটো নাবালক ছাত্র অপহরণ হয়ে খুন হয়ে গেলে এদের পাওয়া যায় না। পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ, জঙ্গলারাজ চলছে। এর অবসান খুব শীগ্রই হবে । ডবল ইঞ্জিন সরকারই এর সমাধান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2022 4:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'শুনছি উনি ৫ তারিখ দিল্লি যাবেন... তার আগেই...' ডিসেম্বরের শুরুতে বিরাট পরিকল্পনা ঘোষণা শুভেন্দুর