জেল থেকে বেরোলে বড় খেলা! অনুব্রতকে নিয়ে এবার সুকান্তর বিস্ফোরক মন্তব্য ভাইরাল
- Published by:Sanjukta Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Sukanta On Anubrata: গরু পাঁচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
#কলকাতা: গরু পাঁচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "অনুব্রত মণ্ডলের ব্যবস্থা হয়ে গিয়েছে। জেল থেকে বের হওয়ার পর,বাঘের ছাল খুলে তিনি বের হবেন।"
গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের ‘পরিকল্পনা’ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তা আরও সাত দিন পিছিয়ে গেল। ইডির আবেদনের ভিত্তিতে শুক্রবার দিল্লি হাই কোর্টে শুনানি ছিল। ওই মামলায় কোনও নির্দেশ দিলেন না বিচারপতি। জানিয়ে দিলেন, পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর। যার অর্থ, আগামী সপ্তাহে বৃহস্পতিবারের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি।
advertisement
গরু পাচারের তদন্তে অনুব্রতকে প্রথমে সিবিআই গ্রেফতার করে। সম্প্রতি ওই মামলায় আসানসোল জেলেই তাঁকে গ্রেফতার করে ইডি যদিও অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। কেষ্টকে দিল্লি নিয়ে যেতে চেয়ে রাজধানীর রাউস অ্যাভিনিউ আদালতে আবেদনও করে তারা। তার বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতার আইনজীবীরা। পোড়খাওয়া আইনজীবী কপিল সিব্বল তাঁর হয়ে সওয়াল করেন।
advertisement
advertisement
ইডির আইনজীবীর পাল্টা যুক্তি ছিল, একই মামলায় অনুব্রতের এককালের দেহরক্ষী গরু পাচার মামলায় ধৃত সহগল হোসেনকেও দিল্লি এনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত। এর পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার উদাহরণ টেনে পাল্টা সওয়াল করেন সিব্বল। গত মে মাসে সুপ্রিম কোর্ট কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লির বদলে প্রয়োজনে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে ইডিকে নির্দেশ দেয়। শীর্ষ আদালতের সেই রায়ই তুলে ধরেন সিব্বল। সেই মামলাতেই শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করলেন বিচারপতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 3:34 PM IST