বিতান অধিকারী বাবা-মাকে তৃণমূল বিধায়ক আশ্বাস দিয়ে যান প্রত্যেক মাসের যে ওষুধের খরচা তাঁদের হবে তা সম্পূর্ণ ভাবে তিনি বহন করবেন। বেহালা পূর্বে বিধানসভার বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এদিন দুপুরে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিহত বিতানের বাড়িতে সদস্যদের সঙ্গে দেখা করে গভীর শোক প্রকাশ করেন।
advertisement
এইদিন বিতানের বাড়িতে যান বিজেপির শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল ও রুদ্রনীল ঘোষরাও। পুত্রের আকস্মিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন বিতান অধিকারীর মা-বাবা। বৃহস্পতিবার তাঁদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন বিধায়িকা।
কাশ্মীরের পহেলগাঁওতে হাড়হিম জঙ্গিহানায় তোলপাড় গোটা দেশ। পর্যটকদের উপর এই নির্মম আক্রমণে মৃত্যু হয়েছে বাংলার তিনজনের। এই ঘটনার পর গতকাল বুধবার রাতেই কলকাতায় এসে পৌঁছয় নিহতদের নিথর দেহ। পৌঁছন তাঁদের পরিবাররাও। এই সময়ই পহেলগাঁওতে নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। এরপর আজ সোহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন শুভেন্দু। তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবরকম সাহায্য নিশ্চই করবেন। একইসঙ্গে তিনি নিজেও পাশে থাকার বার্তা দেন।
