মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Pargana News: তৈরি হচ্ছে এক হাত সমান বড় রোল—দাম মাত্র ৩০ টাকা। এই খবর ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় সকাল-সন্ধ্যা।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা: ৩০ টাকায় এক হাত লম্বা রোল! স্বরূপনগরে স্ট্রিট ফুডে চমক। চপ, সিঙ্গারা, কাটলেটে আর মন বসছে না! দামি রেস্টুরেন্টেও খেয়ে যেন স্বাদ মেলে না ঠিকঠাক। কিন্তু স্ট্রিট ফুড প্রেমীদের কাছে রোল সবসময়ই প্রথম পছন্দ—এগরোল, চিকেন রোল। আর যদি সেই রোল হয় অস্বাভাবিক বড় সাইজের! তাহলে তো আরও আকর্ষণ বাড়ে।
এমনই এক নতুন চমক দেখা গিয়েছে বসিরহাটের স্বরূপনগরে। মালঙ্গপাড়া কেবিসি স্কুলের ঠিক সামনেই রাস্তার ধারে একটি ছোট দোকান। সেখানে তৈরি হচ্ছে এক হাত সমান বড় রোল—দাম মাত্র ৩০ টাকা। এই খবর ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় লেগে গেছে সকাল-সন্ধ্যা। ক্রেতাদের দাবি— “একজনের পক্ষে এই রোল একা শেষ করা সম্ভব নয়!” কমপক্ষে দুই জন খেতে বসলে তবেই রোল শেষ হয়। ফলে দামেও সুবিধা, পরিমাণেও তৃপ্তি—এমন সুযোগ তো রোজ পাওয়া যায় না।
advertisement
advertisement
গোবিন্দ রায় ও তার স্ত্রী মিলে পুরো দোকান চালান। তারা জানান, “দাম কম রেখেছি সাধারণ মানুষের কথা ভেবেই। প্রতিদিন সব রোল শেষ হয়ে যায়, কেউ খালি হাতে ফেরেন না।” এলাকার মধ্যবিত্ত পরিবার থেকে কলেজ ছাত্রছাত্রী—সকলেই মুগ্ধ এই বিশাল রোলের স্বাদে। সন্ধ্যা হলেই দোকানের সামনে রীতিমতো উৎসবের ভিড়। এক হাত সাইজের রোল, স্বাদ দুর্দান্ত, দাম মাত্র ৩০ টাকা — স্ট্রিট ফুড প্রেমীদের নতুন ঠিকানা বসিরহাটের এই দোকান!
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 9:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক







