মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক

Last Updated:

North 24 Pargana News: তৈরি হচ্ছে এক হাত সমান বড় রোল—দাম মাত্র ৩০ টাকা। এই খবর ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় সকাল-সন্ধ্যা।

+
বিক্রি

বিক্রি হচ্ছে লম্বা এগরোল

স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা: ৩০ টাকায় এক হাত লম্বা রোল! স্বরূপনগরে স্ট্রিট ফুডে চমক। চপ, সিঙ্গারা, কাটলেটে আর মন বসছে না! দামি রেস্টুরেন্টেও খেয়ে যেন স্বাদ মেলে না ঠিকঠাক। কিন্তু স্ট্রিট ফুড প্রেমীদের কাছে রোল সবসময়ই প্রথম পছন্দ—এগরোল, চিকেন রোল। আর যদি সেই রোল হয় অস্বাভাবিক বড় সাইজের! তাহলে তো আরও আকর্ষণ বাড়ে।
এমনই এক নতুন চমক দেখা গিয়েছে বসিরহাটের স্বরূপনগরে। মালঙ্গপাড়া কেবিসি স্কুলের ঠিক সামনেই রাস্তার ধারে একটি ছোট দোকান। সেখানে তৈরি হচ্ছে এক হাত সমান বড় রোল—দাম মাত্র ৩০ টাকা। এই খবর ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় লেগে গেছে সকাল-সন্ধ্যা। ক্রেতাদের দাবি— “একজনের পক্ষে এই রোল একা শেষ করা সম্ভব নয়!”  কমপক্ষে দুই জন খেতে বসলে তবেই রোল শেষ হয়। ফলে দামেও সুবিধা, পরিমাণেও তৃপ্তি—এমন সুযোগ তো রোজ পাওয়া যায় না।
advertisement
advertisement
গোবিন্দ রায় ও তার স্ত্রী মিলে পুরো দোকান চালান। তারা জানান, “দাম কম রেখেছি সাধারণ মানুষের কথা ভেবেই। প্রতিদিন সব রোল শেষ হয়ে যায়, কেউ খালি হাতে ফেরেন না।” এলাকার মধ্যবিত্ত পরিবার থেকে কলেজ ছাত্রছাত্রী—সকলেই মুগ্ধ এই বিশাল রোলের স্বাদে। সন্ধ্যা হলেই দোকানের সামনে রীতিমতো উৎসবের ভিড়। এক হাত সাইজের রোল, স্বাদ দুর্দান্ত, দাম মাত্র ৩০ টাকা — স্ট্রিট ফুড প্রেমীদের নতুন ঠিকানা বসিরহাটের এই দোকান!
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement