আগামী শিক্ষাবর্ষে ১১ই মে থেকে ১৭ই মে মোট ৬ দিন গরমের ছুটি দেওয়া হয়েছে পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায়। দুর্গাপূজো কালীপুজো উপলক্ষে অবশ্য স্কুলে স্কুলে টানা ছুটি। আগামী শিক্ষাবর্ষে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার জন্য টানা ২৫ দিন বন্ধ থাকবে স্কুল। নির্দেশিকা জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷
advertisement
আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন
প্রসঙ্গত, এপ্রিল-মে মাস নাগাদ স্কুলগুলিতে পড়ে যায় গরমের ছুটি৷ এই বছর তাপপ্রবাহের কারণে ৩০ এপ্রিল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল কলেজ৷ পরে খোলার ফের দ্বিতীয়বার ফের গরমের কারণে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয় স্কুলগুলি৷ যদিও আগামী বছর থেকে আরও কমল ছুটির সময়সীমা৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 5:03 PM IST
