অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘X’ মিডিয়ায় লিখেছেন, ‘নতুন সূচনার জন্য দিলীপ ঘোষ এবং শ্রীমতি রিঙ্কু মজুমদারকে অভিনন্দন। ভালবাসার নিজস্ব সময় আছে, নিজস্ব ছন্দ আছে। সেই সুন্দর সত্যের দলিল আপনাদের এই এক হওয়া’৷
আরও পড়ুন: ‘মা দিলীপ ঘোষের মতন সুন্দর মানুষ জীবনসঙ্গী পেয়েছেন’ বিয়ে নিয়ে খুশি রিঙ্কু পুত্র প্রীতম
advertisement
এরপরেই দিলীপ-রিঙ্কুর সুখী দাম্পত্য কামনা করে অভিষেক লেখেন, ‘জীবনের অসামান্য নতুন অধ্যায়ে পা রাখলেন আপনারা। সারাজীবন হাসিখুশি থাকুন, শান্তিতে থাকুন, বেঁধে বেঁধে থাকুন’৷
১৮ এপ্রিল, শুক্রবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে, বিয়ের শুভ মুহূর্তের রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ছিল আর এক বিশেষ দিন—তাঁর জন্মদিন। আর সেই দিনটি বিজেপি নেতা কাটিয়েছেন তাঁর প্রিয় জায়গা, নিউটাউনের ইকো পার্কে।
আরও পড়ুন: বিয়েতে বসার আগেই দিলীপের বাড়িতে মমতার দূত, বিজেপি নেতাকে কী পাঠালেন মুখ্যমন্ত্রী?
সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কের সবুজের মাঝে ঘাম ঝরান দিলীপ ঘোষ। এরপর সঙ্গীদের সঙ্গে উদযাপন করেন জন্মদিন। পার্কের এক কোণে ঘিরে ধরা হল ছোট্ট আসর, যেখানে কেক কাটা হয় জমিয়ে। মিষ্টির তালিকায় ছিল পায়েসও৷ উপস্থিত ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী, রাজনৈতিক সহযাত্রী এবং শুভাকাঙ্ক্ষীরা। আজ দুপুরেই নববিবাহিতা স্ত্রী রিঙ্কুকে নিয়ে খড়্গপুর যাওয়ার কথা তাঁর৷