Dilip Ghosh:'মা দিলীপ ঘোষের মতন সুন্দর মানুষ জীবনসঙ্গী পেয়েছেন' বিয়ে নিয়ে খুশি রিঙ্কু পুত্র প্রীতম

Last Updated:
বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। বৈশাখী সন্ধ্যায় বিয়ে সম্পন্ন হল দিলীপ ঘোষের। চার হাত এক হল দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের।
1/6
বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আসর।
বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। বৈশাখী সন্ধ্যায় বিয়ে সম্পন্ন হল দিলীপ ঘোষের। চার হাত এক হল দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের।
advertisement
2/6
 কিন্তু, বিয়েতে থাকলেন না রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম মজুমদার। বিয়েতে না থাকলেও দিলীপ ঘোষের মতন ভাল মানুষকে তাঁর মা জীবনসঙ্গী হিসাবে পাওয়াতে তিনি অত্যন্ত খুশি, এমনটাই জানালেন প্রীতম। তিনি বলেন, "আমি অত্যন্ত খুশি, মা দিলীপ ঘোষের মতো একজন ভালো মানুষের সঙ্গে বাকি জীবন কাটাবে।"
কিন্তু, বিয়েতে থাকলেন না রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম মজুমদার। বিয়েতে না থাকলেও দিলীপ ঘোষের মতন ভাল মানুষকে তাঁর মা জীবনসঙ্গী হিসাবে পাওয়াতে তিনি অত্যন্ত খুশি, এমনটাই জানালেন প্রীতম। তিনি বলেন, "আমি অত্যন্ত খুশি, মা দিলীপ ঘোষের মতো একজন ভালো মানুষের সঙ্গে বাকি জীবন কাটাবে।"
advertisement
3/6
 বিয়েতে না থাকার প্রসঙ্গে তিনি জানান, যেহেতু মায়ের বিয়েতে ছেলেকে থাকতে নেই, তাই বিয়েতে থাকছেন না তিনি। আপাতত দিঘায় ঘুরতে গিয়েছেন রিঙ্কু পুত্র।
বিয়েতে না থাকার প্রসঙ্গে তিনি জানান, যেহেতু মায়ের বিয়েতে ছেলেকে থাকতে নেই, তাই বিয়েতে থাকছেন না তিনি। আপাতত দিঘায় ঘুরতে গিয়েছেন রিঙ্কু পুত্র।
advertisement
4/6
 প্রসঙ্গত, শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হল বিয়ের আসর।
প্রসঙ্গত, শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হল বিয়ের আসর।
advertisement
5/6
 রিঙ্কু নিজেই জানিয়েছেন তিনি প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন দিলীপের। তাঁর রাফ অ্যান্ড টাফ মেজাজটাই তাঁকে আকর্ষণ করত। তিনি বলেন, 'ও অবশ্য বলে দিয়েছে আশা কোরো না ফুচকা খাওয়াতে নিয়ে যাব, শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর অনেক মিল আছে। রান্না করে ছোট মাছ খাওয়াব। ওটা খেতে ও খুব ভালবাসে।'
রিঙ্কু নিজেই জানিয়েছেন তিনি প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন দিলীপের। তাঁর রাফ অ্যান্ড টাফ মেজাজটাই তাঁকে আকর্ষণ করত। তিনি বলেন, 'ও অবশ্য বলে দিয়েছে আশা কোরো না ফুচকা খাওয়াতে নিয়ে যাব, শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর অনেক মিল আছে। রান্না করে ছোট মাছ খাওয়াব। ওটা খেতে ও খুব ভালবাসে।'
advertisement
6/6
 আর হানিমুনে কোথায় যাওয়ার ইচ্ছা? রিঙ্কু জানান, 'হানিমুন ডেস্টিনেশন হিসেবে শিমলা বা গোয়া যাওয়ার কথা হয়েছে। তবে এখন যেতে পারব কি না জানি না।'
আর হানিমুনে কোথায় যাওয়ার ইচ্ছা? রিঙ্কু জানান, 'হানিমুন ডেস্টিনেশন হিসেবে শিমলা বা গোয়া যাওয়ার কথা হয়েছে। তবে এখন যেতে পারব কি না জানি না।'
advertisement
advertisement
advertisement