কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের নতুন বিল এবং SIR নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, সিপিএম, বিজেপি এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে৷ সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাঁরা sir করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্ররা নামবে না? যাঁরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে তাদের যোগ্য জবাব দেবে না আমাদের ছাত্ররা?’’
advertisement
এই বাদল অধিবেশনেই লোকসভা ও রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার৷ যে বিলের তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের৷ এদিনের সভামঞ্চ থেকেও সেই বিল নিয়ে মন্তব্য করতে দেখা যায় অভিষেককে৷
তৃণমূল সাংসদ বলেন, ‘‘ হঠাৎ করে সংবিধান সংশোধন করে ভেবেছিল ভারতবর্ষ কে মৌরসি পাট্টা করে রাখবে। তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ এর প্রতিবাদে অমিত শাহ চতুর্থ রো থেকে বিল পেশ করেছে। এটাই তৃণমূলের ক্ষমতা।’’
অভিষেক বলেন, ‘‘১০০ দিনের টাকা হাই কোর্ট বলে দেওয়ার পড়ে ও সুপ্রিম কোর্টে গেছে চ্যালেঞ্জ করে যাতে বাংলার ৬৯ লক্ষ জব কার্ড হোল্ডার রা টাকা না পায়। আপনারা বন্ধ করবেন আমরা চালু করব। বাংলা আপনাদের কাছে মাথানত করবে না। আজ যুদ্ধ এর জয় বাজল। আগামী ২৮ শে অগাস্টের মমতা বন্দোপাধ্যায় এর নেতৃত্বে চতুর্থ বারের সরকার হয়ে যাবের জয় ধনী এখানে দেব কথা দিয়ে গেলাম।আগের বার যা আসন পেয়েছিল বুক ঠুকে বলে যাচ্ছি এবার আসন বাড়বে। এবার বিজেপি এর ক্ষমতা থাকলে ৫০ পার করে দেখাও। যারা তৃণমূল কে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে তাদের বিরুদ্ধে ১০ কোটি বাংলার লড়াই।’’
আরও পড়ুন: আজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ! আজ কী বার্তা দেবেন মমতা-অভিষেক? সেদিকেই নজর
ছব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও তার ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেন অভিষেক৷ বলেন, ‘‘১০-০ গোলে cpim, বিজেপি হারবে তৃণমূল এর কাছে।’’