Jiban Krishna Saha: দুর্দান্ত প্ল্যান তো! চাকরি বিক্রির টাকা দিয়ে SIP...জীবনকৃষ্ণ যেভাবে টাকা খাটাত, শুনলে ভাববেন এটাও হয়...

Last Updated:

ওই চাকরিপ্রার্থী জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমে নগদ তিন লক্ষ টাকা নিয়ে তিনি সরাসরি গিয়েছিলেন জীবনের বাড়িতে। জীবনকৃষ্ণ তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ‍্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে সেই টাকা জমা করতে বলেছিলেন বলে তদন্তে উঠে এসেছে৷

News18
News18
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে SIP বা Systematic Investment plan৷ ৷ চাকরি বিক্রির টাকা লগ্নি হয়েছে SIP তে – ইডি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে৷ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলা টাকা SIP -তে লগ্নি করেছেন জীবনকৃষ্ণ সাহা৷ শ‍্যালক গোপীনাথ মণ্ডলের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে SIP-তে বিনিয়োগ করেছেন জীবনকৃষ্ণ, চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি৷ ইডি সূত্রে দাবি, ২০১৯ সালে শ‍্যালক গোপীনাথ মণ্ডলের মাধ‍্যমে এই লগ্নিগুলো করেছিলেন৷ ইডি জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, এক চাকরি প্রার্থী তিন দফায় টাকা দিয়েছিলেন জীবনকে৷
ওই চাকরিপ্রার্থী জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমে নগদ তিন লক্ষ টাকা নিয়ে তিনি সরাসরি গিয়েছিলেন জীবনের বাড়িতে। জীবনকৃষ্ণ তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ‍্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে সেই টাকা জমা করতে বলেছিলেন বলে তদন্তে উঠে এসেছে৷
advertisement
advertisement
ওই বছর দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন জীবনের শ‍্যালক গোপীনাথকে। সেই ২ লক্ষ টাকা SIP তে লগ্নি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে SIP এর নথি ইডির হাতে৷ পরে এই চাকরিপ্রার্থীর কাছে নগদ সাড়ে ৬ লক্ষ টাকা নেন জীবন। যা জমা করেছিলেন বাবার অ্যাকাউন্টে। পরে তা তুলে নিয়েছিলেন বলে দাবি ইডির৷
advertisement
নিয়োগের টাকা ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নির নথি পেতেই জীবন ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক থেকে এই ধরনের লগ্নির তথ্য পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইডির তদন্তকারীরা মনে করছেন, নগদে নেওয়া টাকা স্বল্প সময়ে পরিমাণ বাড়িয়ে নিতে এই পরিকল্পনা৷
advertisement
টাকার অঙ্ক বাড়িয়ে তা সম্পত্তি কিনতে ব্যবহার করেছেন বলেই মনে করছেন ইডি কর্তারা৷ এছাড়া, নগদে প্রাপ্ত টাকা সরাসরি জমি কিনতেও কাজে লাগানো হয়েছে বলে ইডির তদন্তকারী সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jiban Krishna Saha: দুর্দান্ত প্ল্যান তো! চাকরি বিক্রির টাকা দিয়ে SIP...জীবনকৃষ্ণ যেভাবে টাকা খাটাত, শুনলে ভাববেন এটাও হয়...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement