TMCP Rally: আজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ! আজ কী বার্তা দেবেন মমতা-অভিষেক? সেদিকেই নজর

Last Updated:

রাজনৈতিক মহলের মতে, ছাত্র ভোট না হওয়ার এটি একটি কারণে।এবারের ছাত্র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি। এই অবস্থায় ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই তৃণমূলনেত্রী বার্তা দিয়েছেন, ‘কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে।’

News18
News18
কলকাতা: বিধানসভা ভোটের আগে তৃণমূলের ছাত্র সমাবেশ। দলীয় স্তরে সংগঠনের ভূমিকা আজ, বৃহস্পতিবার জানাবেন দলের শীর্ষ নেতৃত্ব। ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরে বারবার রাজনৈতিক আক্রমণ শানিয়ছে বিরোধীরা। আবার তৃণমূলের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করছে কেন্দ্রের শাসকদল। এই রাজনৈতিক আবহেই আজ মেয়ো রোডে সমাবেশ তৃণমূলের।
আর জি কর থেকে কসবা ল কলেজ! শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিধানসভা ভোটের মুখে বিরোধীরা ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সংগঠনে নতুনদের তুলে আনার প্রক্রিয়া চালু রেখেছে তৃণমূল। তবে নতুন মুখের বিস্তার অনেক কম।
advertisement
advertisement
রাজনৈতিক মহলের মতে, ছাত্র ভোট না হওয়ার এটি একটি কারণে।এবারের ছাত্র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি। এই অবস্থায় ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই তৃণমূলনেত্রী বার্তা দিয়েছেন, ‘কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে।’
advertisement
এবারও উত্তরের বেশ কয়েকটি জেলা থেকে ছাত্র ছাত্রীরা এসেছে।ছাত্র সমাবেশ উপলক্ষ্যে বিশেষ থিম সঙ্গীত বানানো হয়েছে। এদিন সকালে ছাত্র পরিষদের সমাবেশ উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে।’ শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMCP Rally: আজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ! আজ কী বার্তা দেবেন মমতা-অভিষেক? সেদিকেই নজর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement