TRENDING:

Abhishek Banerjee: 'বলছে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে, আমাকে চার বছর জেলে রাখবে!' বিস্ফোরক অভিষেক

Last Updated:

অভিষেক এ দিন পাল্টা অবশ্য শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের বিরুদ্ধেই সরাসরি এবং পরোক্ষে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: তাঁকে গ্রেফতার করে চার বছরের জন্য জেলে রাখবেন৷ অমিত শাহের সঙ্গে এ বিষয়ে কথাও গিয়েছে শুভেন্দু অধিকারীর৷ বিরোধী দলনেতা নাকি অনেকের কাছে এমন দাবিই করছেন৷ এ দিন কাঁথির সভা থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শুভেন্দুর বিরুদ্ধে বড় অভিযোগ অভিষেকের৷
শুভেন্দুর বিরুদ্ধে বড় অভিযোগ অভিষেকের৷
advertisement

এ দিনও অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিষেক বলেছেন, দোষ প্রমাণিত হলে তিনি নিজেই ফাঁসি কাঠে গলা দেবেন৷

কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক বার দিল্লিতে ডেকে জেরা করেছে ইডি৷ জেরা করা হয়েছে অভিষেকে স্ত্রী রুজিরাকেও৷ এ দিন কাঁথিতে সভা করতে গিয়ে অভিষেক পাল্টা বলেন, 'কাউকে কাউকে বলেছে অমিত শাহের সাথে কথা হয়েছে। আমাকে নাকি তোলাবে। চার বছর জেলে রাখবে।'

advertisement

আরও পড়ুন: 'শিশির অধিকারীকে সম্মান করি', শান্তিকুঞ্জের অদূরে দাঁড়িয়েই ব্যাখ্যা দিলেন অভিষেক

অভিষেক আরও বলেন, 'আমাকে আক্রমণ করতে করতে শালীনতার গণ্ডি পেরিয়ে আমার স্ত্রী, আমার শ্যালিকা এমন কি আমার তিন বছরের ছোট্ট শিশু সন্তানকেও আক্রমণ করছেন৷'

আরও পড়ুন: ‘ডিসেম্বরে ছোট্ট করে দরজা খুলব?’ কাঁথিতে হঠাৎ তীব্র জল্পনা উস্কে দিলেন অভিষেক

advertisement

শুভেন্দুকে কটাক্ষ করে অভিষেক আরও বলেন, 'তুমি লেজ গুটিয়ে ডায়মন্ড হারবারে পালিয়েছো৷ আমি পালিয়ে যাই না৷ যত বার ইডি ডেকেছে গিয়েছি, সিবিআই ডেকেছে গিয়েছি৷ মাথা নত করেছি? '

অভিষেক এ দিন পাল্টা অবশ্য শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের বিরুদ্ধেই সরাসরি এবং পরোক্ষে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন৷ বেশ কয়েক জন ঠিকাদার এবং সংস্থার নামও নিয়েছেন তিনি৷ এদের প্রত্যেকের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি সামনে আনবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

দুর্নীতি নিয়ে এ দিন অবশ্য কড়া সুর শোনা গিয়েছে অভিষেকের গলায়৷ হুঁশিয়ারির সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, দু

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'বলছে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে, আমাকে চার বছর জেলে রাখবে!' বিস্ফোরক অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল