Abhishek Banerjee on Sisir Adhikari: 'শিশির অধিকারীকে সম্মান করি', শান্তিকুঞ্জের অদূরে দাঁড়িয়েই ব্যাখ্যা দিলেন অভিষেক

Last Updated:

এ দিন শান্তিকুঞ্জের ঢিল ছোড়া দূরত্বে সভা করেন অভিষেক৷ সভা থেকে এ দিন আরও বলেন, 'এবার দুশো মিটারের মধ্যে এলাম, পরের বার কুড়ি মিটারের মধ্যে আসব৷'

শিশির অধিকারীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক৷
শিশির অধিকারীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক৷
#কাঁথি: শিশির অধিকারীকে তিনি কোনও দিনই অসম্মান করেননি৷ কাঁথিতে সভা করতে গিয়ে এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে কাঁথির সভা থেকে তাঁর করা যে মন্তব্য নিয়ে বিতর্ক ছড়িয়েছিল, সেটি শিশির অধিকারীকে উদ্দেশ করে নয়৷ অভিষেক এ দিন বলেন, 'শিশির অধিকারীকে তাঁর বয়সের কারণে শ্রদ্ধা করি, তবে কাজের জন্য নয়৷'
অভিষেক এ দিন অভিযোগ করেন, তৃণমূলে থাকার সময় থেকেই তিনি পূর্ব মেদিনীপুরে এলেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করতেন শুভেন্দু৷ অভিষেক বলেন, '২০১৪-১৫ সালে একবার পূর্ব মেদিনীপুরে এলাম৷ তখন একজনকে দিয়ে আমার উপরে হামলা চালালো৷ এর আগের বার যখন এলাম তার সাতদিন আগে থেকে একটা জোকার, চামচাকে দিয়ে সাতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে প্রচার চালালো, হুমকি দিল৷ আমি কাঁথিতে এসে তাকে বলেছিলাম তোর বাবাকে গিয়ে বল৷' নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অভিষেক আরও বলেন, 'আমি আপনার বাবাকে আক্রমণ করতে যাবো কেন? বয়সের জন্য শিশির অধিকারীকে আমি শ্রদ্ধা করি৷ কিন্তু কাজের জন্য নয়৷'
advertisement
আরও পড়ুন: 'আমাকে ভাইপো বলে, নাম নেয় না!' কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের
advertisement
যদিও এ দিন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন অভিষেক৷ প্রশ্ন করেছেন, কেন বিজেপি-র সঙ্গে যোগাযোগের আগে তাঁরা ইস্তফা দিলেন নাষ অভিষেক আরও দাবি করেছেন, কাঁথি, তমলুকে ভোট হলে তৃণমূলই জিতবে৷ কাঁথিকে অধিকারী গড় কেন বলা হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক৷ তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের ফলের পর কাঁথিকে তৃণমূলের গড় বলা উচিত৷
advertisement
এ দিন শান্তিকুঞ্জের ঢিল ছোড়া দূরত্বে সভা করেন অভিষেক৷ সভা থেকে এ দিন আরও বলেন, 'এবার দুশো মিটারের মধ্যে এলাম, পরের বার কুড়ি মিটারের মধ্যে আসব৷'
কয়েকদিন আগে বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিও শুভেন্দু অধিকারীর থেকে শিশির অধিকারীর শারীরিক খোঁজ নেন৷ এবার শিশির অধিকারীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ শিশিরের সাংসদ পদ খারিজ করার জন্য অবশ্য লোকসভার অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee on Sisir Adhikari: 'শিশির অধিকারীকে সম্মান করি', শান্তিকুঞ্জের অদূরে দাঁড়িয়েই ব্যাখ্যা দিলেন অভিষেক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement