Suvendu Adhikari: 'তিন সেকেন্ড লাগবে, আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!' হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated:

বিজেপি-র অভিযোগ, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা আটকে দিতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল৷

অভিষেকের সভা ঘিরে হুঁশিয়ারি শুভেন্দুর৷
অভিষেকের সভা ঘিরে হুঁশিয়ারি শুভেন্দুর৷
#অর্পণ মণ্ডল, বেহালা: তাঁর সভা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল৷ এমনই অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বেহালার বাড়ি থেকে ডায়মন্ড হারবারে সভাস্থলে রওনা দেওয়ার আগে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 'মনে রাখবেন আজকেই দক্ষিণবঙ্গের আরও একটা সভা হচ্ছে পূর্ব মেদিনীপুরে৷' প্রসঙ্গত, আজই কাঁথিতে শুভেন্দু গড় কাঁথিতে সভা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
বিজেপি-র অভিযোগ, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা আটকে দিতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল৷ অভিযোগ, গতকাল রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভার মঞ্চ খুলে ফেলেছে৷ নিয়ে যাওয়া হয় চেয়ার৷ এ দিন সকাল থেকে ফের নতুন করে মঞ্চ তৈরির কাজ শুরু হয়৷ আবার আজ সকাল থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন অভিযোগ তুলে দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে পথ অবরোধ শুরু করে তৃণমূল৷
advertisement
advertisement
বিজেপি-র অভিযোগ, শুভেন্দু অধিকারীর সভায় যাতে তাদের কর্মী, সমর্থকরা পৌঁছতে না পারেন, তা নিশ্চিত করতেই এই কৌশল নিয়েছে শাসক দল৷ এমন কি, ডায়মন্ড হারবারে তাঁর সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী, সমর্থকদের বাস গাড়ি আটকে তাদের মারধরও করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোদী দলনেতা৷
advertisement
দুপুরে বেহালা থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেওয়ার আগে হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, 'মনে রাখবেন, আজকে দক্ষিণবঙ্গের আর একটি জায়গাতেও পূর্ব মেদিনীপুরে একটা সভা হচ্ছে৷ আমাদের সভায় যাওয়ার সব রাস্তা আটকে দিয়েছে৷ শুধুমাত্র আমি যে পথ ধরে যাবো সেটা ফাঁকা রয়েছে৷ আমিও চাইলে মারিশদা থেকে কোলাঘাট পর্যন্ত বিভিন্ন জায়গায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি৷ তিন সেকেন্ড সময় লাগবে৷ কিন্তু আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না৷'
advertisement
বিরোধী দলনেতা আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন সিঙ্গুর থেকে তাঁকে চুলের মুঠি ধরে তুলে এনেছিল৷ কাঁদতে কাঁদতে গান্ধি মূর্তির নীচে ধর্নায় বসেছিলেন৷ চিরদিন সবার সমান যায় না৷'
শুভেন্দু অবশ্য দাবি করেছেন, সভায় যদি পাঁচশো লোকও আসেন, তাঁদের সামনেই তিনি বক্তৃতা করবেন৷ বিরোধী দলনেতার কথায়, 'বাকিটা পরে বুঝে নেবো৷' বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূলের হামলায় ডায়মন্ড হারবারের সভায় আসার পথে ৬ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'তিন সেকেন্ড লাগবে, আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!' হুঁশিয়ারি শুভেন্দুর
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement