Abhishek Banerjee: 'আমাকে ভাইপো বলে, নাম নেয় না!' কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের

Last Updated:

কেন শুভেন্দু অধিকারী তাঁকে বার বার ভাইপো বলে কটাক্ষ করেন, তা নিয়েও মুখ খুলেছেন অভিষেক৷

শুভেন্দুকে কড়া আক্রমণ অভিষেকের৷
শুভেন্দুকে কড়া আক্রমণ অভিষেকের৷
#কাঁথি: প্রত্যাশিত ভাবেই কাঁথিতে সভা করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক, মীরজাফর বলে আক্রমণ করার পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির বড়সড় অভিযোগও তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শুধু তাই নয়, কেন শুভেন্দু অধিকারী তাঁকে বার বার ভাইপো বলে কটাক্ষ করেন, তা নিয়েও মুখ খুলেছেন অভিষেক৷ কাঁথির সভা থেকে অভিষেক শুভেন্দুকে আক্রমণ করে বলেন, 'আমি বাইরে বেরোলেই তিড়িং বিড়িং করছে৷ সকাল থেকে শয়নে, জাগরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে চলেছে৷ নাম নিতে পারে না, ভাব বাচ্যে কথা বলে, বলে ভাইপো৷ নাম নিলে তো মামলা করা যায়৷'
advertisement
advertisement
এর পরেই সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বলেন, 'এ রাজ্যের সবথেকে বড় ঘুষখোর, তোলাবাজের নাম কী? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছিল, সুদীপ্ত সেন কার নামে টাকা নেওয়ার অভিযোগ করেছে?'
advertisement
তৃণমূল সাংসদ আরও বলেন, 'ভেবেছিলাম এখানে আসব, সাহস করে আমার কথা শুনবে৷ কিন্তু এখন তো দেখছি ল্যাজ গুটিয়ে ডায়মন্ড হারবার পালিয়েছে৷' শুভেন্দুকে কটাক্ষ করে অভিষেক আরও বলেন, 'তোমাকে আমার নামটা ধার দিলাম৷ যতবার আমার নাম নেবে, অক্সিজেন পাবে৷ '
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'আমাকে ভাইপো বলে, নাম নেয় না!' কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement