এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের সশরীরে উপস্থিতি মিলিয়ে দেখবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷ তাঁদের সঙ্গেই থাকবেন বিএলএ বা রাজনৈতিক দলগুলির এজেন্টরাও৷
কিন্তু কবে আপনার বাড়িতে বিএলও ভোটার তালিকা মেলানোর কাজে আসবেন, আগেভাগে তা কীভাবে জানবেন? কারণ বিএলও বাড়িতে এসে সংশ্লিষ্ট ভোটারের দেখা না পেলে তালিকা থেকে নাম কাটা যাওয়ার আশঙ্কা বাড়বে৷
advertisement
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল অবশ্য আশ্বস্ত করে জানিয়েছেন, যে বুথ এলাকায় বিএলও ভোটার তালিকা মেলানোর দায়িত্ব পাবেন, তিনি নিজেও সেই বুথেরই ভোটার হবেন৷ ফলে এলাকার রাজনৈতিক দলের এজেন্ট এবং ওই বুথের ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই তালিকা মেলানোর কাজে যাবেন৷ বিএলও এবং বিএলএ -দের মারফত সেই খবর আগাম জানতে পারবেন ভোটাররাও৷ তার উপর, প্রয়োজনে বিএলও একটি বাড়িতে একাধিকবার যাবেন বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷
মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন, কোনও ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গেলেও তার লিখিত কারণ সংশ্লিষ্ট ভোটারকে জানানো হবে৷ প্রয়োজনে অ্যাপের মাধ্যমে বিএলও-দের সঙ্গে দেখাও করতে পারবেন ভোটাররা৷
