TRENDING:

SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ

Last Updated:

এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের সশরীরে উপস্থিতি মিলিয়ে দেখবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর-এর প্রক্রিয়া৷ এসআইআর-এর পর ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না, তা নিয়ে উৎকণ্ঠা এবং উদ্বেগের শিকার অনেকেই৷ এ দিন অবশ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দাবি করেছেন, এসআইআর-এ কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের সশরীরে উপস্থিতি মিলিয়ে দেখবেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷ তাঁদের সঙ্গেই থাকবেন বিএলএ বা রাজনৈতিক দলগুলির এজেন্টরাও৷

কিন্তু কবে আপনার বাড়িতে বিএলও ভোটার তালিকা মেলানোর কাজে আসবেন, আগেভাগে তা কীভাবে জানবেন? কারণ বিএলও বাড়িতে এসে সংশ্লিষ্ট ভোটারের দেখা না পেলে তালিকা থেকে নাম কাটা যাওয়ার আশঙ্কা বাড়বে৷

advertisement

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল অবশ্য আশ্বস্ত করে জানিয়েছেন, যে বুথ এলাকায় বিএলও ভোটার তালিকা মেলানোর দায়িত্ব পাবেন, তিনি নিজেও সেই বুথেরই ভোটার হবেন৷ ফলে এলাকার রাজনৈতিক দলের এজেন্ট এবং ওই বুথের ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই তালিকা মেলানোর কাজে যাবেন৷ বিএলও এবং বিএলএ -দের মারফত সেই খবর আগাম জানতে পারবেন ভোটাররাও৷ তার উপর, প্রয়োজনে বিএলও একটি বাড়িতে একাধিকবার যাবেন বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু ধান, সবজি নয়! এবার চাষের ধরনে বদল আনতেই রোজগার বাড়ছে মেদিনীপুরের চাষিদের,জানুন কীভাবে
আরও দেখুন

মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছেন, কোনও ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গেলেও তার লিখিত কারণ সংশ্লিষ্ট ভোটারকে জানানো হবে৷ প্রয়োজনে অ্যাপের মাধ্যমে বিএলও-দের সঙ্গে দেখাও করতে পারবেন ভোটাররা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল