
TMC Leader Abhishek Banerjee Attak ECI On SIR Raise Multiple Questions: SIR নিয়ে অভিষেকের প্রশ্নে বিদ্ধ কমিশন। ভোটের ছ’মাস আগে তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তৃণমূল সাধারণ সম্পাদকের। একুশের ভোটের পর বা তেইশের পঞ্চায়েতের পর কেন SIR নয়? বাংলায় SIR হলে অসমে নয় কেন? ২০০২ সালে SIR করতে দু’বছর সময় লেগেছিস। কোন জাদুকাঠিতে ২ মাসে SIR? কমিশনকে একহাত অভিষেকের।
Last Updated: October 28, 2025, 20:02 ISTএই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে ঐশ্বর্য রাই বচ্চন মঞ্চে উঠে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে হেঁটে যান। এরপর তিনি প্রণাম করে তাঁর পা ছুঁয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে ঐশ্বর্য সামনে হাত জোড় করেন তারপর তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
Last Updated: November 19, 2025, 20:33 ISTজেলা পাচ্ছে নতুন এসি লোকাল, এই নিয়ে তৃতীয় এসি লোকালের চাকা গড়াবে নদীয়া থেকে। তবে শীতকালে এসি লোকালের উদ্বোধনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকেই মনে
Last Updated: November 19, 2025, 17:49 ISTছেলেমেয়েরা একজোট হয়ে গাইলেন গান, জ্বলে উঠল হাজার হাজার মোবাইলের টর্চ লাইট, জন্মদিনে জুবিন গর্গকে স্মরণ
Last Updated: November 18, 2025, 23:22 ISTYatri Sathi App: যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, বিশেষ সুবিধা দুর্গাপুর-আসানসোলে
Last Updated: November 18, 2025, 20:39 ISTস্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু। নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু।
Last Updated: November 17, 2025, 16:43 IST