বিজেপি-কে চ্যালেঞ্জ করে অভিষেকের দাবি, তাঁর এই ভবিষ্যদ্বাণী না মিললে বিজেপি নেতারা যা বলবেন তিনি মেনে নেবেন৷
এ দিন এসআইআর নিয়ে বিজেপি-কে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা সর্বশক্তি নিয়ে ঝাঁপান৷ এর আগেও তো সব ক্ষমতা প্রয়োগ করেছেন৷ একশো দিনের টাকা আটকে রেখেছেন৷ তার পরেও এসআইআর হলে ২০২১-এর তুলনায় তৃণমূল অন্তত একটি আসন হলেও বেশি পাবে৷ আর বিজেপি-র আসন সংখ্যা পঞ্চাশে টেনে নামাবো৷ বিজেপি নেতারা বাংলার দশ কোটি মানুষকে সাক্ষী রেখে বলুক যে গো হারা হারলে ২ লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব৷ চ্যালেঞ্জ গ্রহণ করলে বলুন৷ তা না হলে আপনারা যা বলবেন করব৷ খেলা আপনারা শুরু করেছেন, আমরা শেষ করব৷’
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি বলছে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। চ্যালেঞ্জ করছি একটা নাম বাদ গেলে কী হবে? আগে দিল্লিতে ট্রেলার দেখিয়েছি। এবার পুরো সিনেমা দেখাব। বাংলা, মহারাষ্ট্র-উত্তরপ্রদেশ-গুজরাত নয়।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের আগে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতেই এসআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, অসমে কেন এসআইআর করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
