স্থানীয়দের অভিযোগ, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ক্যাবে চালক ছাড়া আর কেউ ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন ট্রাফিক গার্ড ও ইকোপার্ক থানার পুলিশ। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
শুক্রবার, ডিউটিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার রামকৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানা যায় মৃত সিভিক ভলেন্টিয়ার এর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর অঞ্চলের কালোদিয়াড় এলাকায়। মৃত সিভিকের নাম শাহাদাত শেখ।
পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিন ডিউটিতে যাওয়ার সময় রাস্তায় বড় গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছটফট করতে থাকলে স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে বহরমপুর নিয়ে যাওয়া হয় সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতা কলকাতা এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবারের অন্যতম রোজগেরে পুরুষ ছিলেন শাহাদাত শেখ। কিন্তু দুর্ঘটনায় তার প্রাণ যেতেই ভেঙে পড়েন পরিবার।
