আইআইটি সূত্রে খবর, প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে “কন্ট্রোল এলগরিদম ফর হাই পাওয়ার PEM ফুয়েল সেল সিস্টেম” এই বিশেষ প্রকল্প জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই বিশেষ প্রজেক্টটি স্পনসর করেছে ইসরো। নিযুক্ত ব্যক্তিকে যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে মাসিক ৩১,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। হাতে মাত্র দু’দিন সময়, আপনার অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন করুন এই পদের জন্য। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৬ অগাস্ট ২০২৪।
advertisement
আইআইটি খড়গপুর সূত্রে জানা গিয়েছে, বিশেষ এই প্রকল্পে গবেষণার জন্য আবেদনকারীকে বেসিক সাইন্সে স্নাতকোত্তর, এবং সিআইএসআর-ইউজিসি নেট এবং গেট পরীক্ষার মধ্য দিয়ে প্রফেশনাল কোর্সে উন্নীত হতে হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় স্তরের পরীক্ষায় পাস করার পর আবেদন করা যাবে এই পদের জন্য।
আবেদনকারীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ২৮ বছর। এসটি, এসসি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স সীমার ছাড় রয়েছে। আবেদনকারীকে মডেলিং এবং শিমুলেশন ও কম্পিউটার কোডিং বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। আবেদন জানাতে পারবেন: https://erp.iitkgp.ac.in/SRICStaffRecruitment/Login.jsp ref_no=IIT/SRIC/R/APF_2792_ZBSA/2024/101 লিংকের মাধ্যমে।
রঞ্জন চন্দ