জেলা প্রশাসনিক ওয়েবসাইটে এমনই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। অস্থায়ী ভিত্তিতে স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। আগামী ৫ মে ২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত আবেদন জানানো যাবে। আবেদন বাবদ আবেদনকারীদের সাধারণ প্রার্থীদের ১০০ টাকা এবং তফশিলি জাতি, উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।
advertisement
জানা গিয়েছে, একটি করে অসংরক্ষিত স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক ও G & O) পদে নিয়োগ করা হবে। যার সর্বাধিক বয়সসীমা ৬২ বছর। বেতন প্রতি মাসে ৭০ হাজার টাকা। অপরদিকে একটি সংরক্ষিত এবং একটি অসংরক্ষিত মোট দুটি পদে মেডিক্যাল অফিসার (ব্লাড ব্যাংক) নিয়োগ করা হবে। বয়স সীমা সর্বাধিক ৬২ বছর। মাসিক বেতনক্রম ৬০০০০ টাকা।
আরও পড়ুন: কলকাতা থেকে চালু হচ্ছে নতুন ৪ বিমান, এর মধ্যে দু’টি আন্তর্জাতিক! জানুন
মাসিক ৬০০০০ টাকা বেতনে একটি অসংরক্ষিত পদে মেডিক্যাল অফিসার (আর কে এস কে) নিয়োগ করা হবে। যার বয়স সীমা সর্বাধিক ৬২ বছর। দুটি অসংরক্ষিত এবং তিনটি সংরক্ষিত মোট পাঁচটি পদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। যার বেতন কম ৬০ হাজার টাকা। একইভাবে একটি করে অসংরক্ষিত পদে স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন, পিডিয়াট্রিক, অপথলমলোজিস্ট এবং G & O) নিয়োগ করা হবে।
পার্ট টাইম হিসেবে সপ্তাহে তিন দিন কাজ করতে হবে। প্রতিদিনের বেতন ৩ হাজার টাকা। বয়সসীমা ৬২ বছর। এছাড়াও বিস্তারিত তথ্য এবং যাবতীয় খুঁটিনাটি জানতে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশন থেকে মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
রঞ্জন চন্দ