গবেষণা সংক্রান্ত কাজে নিয়োগ করবে CMERI। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। গবেষণা প্রকল্পে একাধিক পদে করা হবে নিয়োগ। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত মোট ২৭ টি প্রকল্পে করা হবে নিয়োগ।
যে যে পদগুলিতে নিয়োগ করা হবে, সেগুলি হল – সিনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র প্রজেক্ট ফেলো পদে।
advertisement
কোন কোন বয়সের প্রার্থীরা, কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য কি অভিজ্ঞতা থাকতে হবে, কি যোগ্যতা থাকা দরকার, – সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়েছে, ২৮ থেকে ৫০ বছর বয়সী যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের উপর ভিত্তি করে নিযুক্তদের মাসিক সাম্মানিক দেওয়া হবে। মাসিক সাম্মানিক হিসেবে ২০ হাজার থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত দেবে সংস্থাটি।
CMERI অফিসিয়াল ওয়েবসাইট – https://www.cmeri.res.in/
সংস্থার জারি করা বিজ্ঞপ্তি – https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/Detail-Advertsiement-04_2023.pdf
আবেদনপত্র ডাউনলোড – https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/APPLICATION-FORM-agaisnt-the-Advt.-04_2023.pdf
ওপরে দেওয়ার লিংক ক্লিক করে সরাসরি ডাউনলোড করা যাবে আবেদন পত্র।
আরও পড়ুন: IIT খড়গপুরে চাকরির বিরাট সুযোগ! দেখুন বিস্তারিত
২৫ এবং ২৬ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের জন্য তারিখ নির্ধারিত করেছে সংস্থাটি। তারিখ বদল হচ্ছে কিনা, তা জানতে নজর রাখতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। বলা হয়েছে সকাল সাড়ে ন’টা থেকে সকাল ১১ টা পর্যন্ত চলবে ইন্টারভিউ। ওপরে দেওয়া লিঙ্ক থেকে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
Nayan Ghosh