TRENDING:

Job News 2023 : দুর্গাপুরের সরকারি সংস্থায় গবেষণার সুযোগ! কীভাবে করবেন আবেদন? বিশদে জেনে নিন

Last Updated:

গবেষণা সংক্রান্ত কাজে নিয়োগ করবে CMERI সংস্থাটি। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত প্রকল্পে করা হবে নিয়োগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: গবেষণা সংক্রান্ত কাজের বড় সুযোগ দিচ্ছে দুর্গাপুরের সরকারি সংস্থা। দুর্গাপুরের সিআইএসআর- সিএমইআরআই (সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট) দিচ্ছে এই সুবর্ণ সুযোগ। শূন্য পদ রয়েছে প্রায় ২৭ টি। একাধিক পদে করা হবে নিয়োগ। যদিও আংশিকভাবে নিয়োগ করা হবে। কিন্তু সংস্থাটি ভাল সাম্মানিক দেবে  বলেই জানা গিয়েছে।
দুর্গাপুরের সরকারি সংস্থায় গবেষণার সুযোগ! কীভাবে করবেন আবেদন? বিশদে জেনে নিন
দুর্গাপুরের সরকারি সংস্থায় গবেষণার সুযোগ! কীভাবে করবেন আবেদন? বিশদে জেনে নিন
advertisement

গবেষণা সংক্রান্ত কাজে নিয়োগ করবে CMERI। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। গবেষণা প্রকল্পে একাধিক পদে করা হবে নিয়োগ। বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত মোট ২৭ টি প্রকল্পে করা হবে নিয়োগ।

যে যে পদগুলিতে নিয়োগ করা হবে, সেগুলি হল – সিনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র প্রজেক্ট ফেলো পদে।

advertisement

কোন কোন বয়সের প্রার্থীরা, কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য কি অভিজ্ঞতা থাকতে হবে, কি যোগ্যতা থাকা দরকার, – সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়েছে, ২৮ থেকে ৫০ বছর বয়সী যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের উপর ভিত্তি করে নিযুক্তদের মাসিক সাম্মানিক দেওয়া হবে। মাসিক সাম্মানিক হিসেবে ২০ হাজার থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত দেবে সংস্থাটি।

advertisement

CMERI অফিসিয়াল ওয়েবসাইট – https://www.cmeri.res.in/

সংস্থার জারি করা বিজ্ঞপ্তি – https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/Detail-Advertsiement-04_2023.pdf

আবেদনপত্র ডাউনলোড – https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/APPLICATION-FORM-agaisnt-the-Advt.-04_2023.pdf

ওপরে দেওয়ার লিংক ক্লিক করে সরাসরি ডাউনলোড করা যাবে আবেদন পত্র।

আরও পড়ুন:  IIT খড়গপুরে চাকরির বিরাট সুযোগ! দেখুন বিস্তারিত

২৫ এবং ২৬ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের জন্য তারিখ নির্ধারিত করেছে সংস্থাটি। তারিখ বদল হচ্ছে কিনা, তা জানতে নজর রাখতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। বলা হয়েছে সকাল সাড়ে ন’টা থেকে সকাল ১১ টা পর্যন্ত চলবে ইন্টারভিউ। ওপরে দেওয়া লিঙ্ক থেকে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/চাকরি/
Job News 2023 : দুর্গাপুরের সরকারি সংস্থায় গবেষণার সুযোগ! কীভাবে করবেন আবেদন? বিশদে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল