আপনার কি কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল্য কোনও বিষয়ের উপর ডিগ্রী রয়েছে? তবে অস্থায়ী ভিত্তিতে এই বিশেষ প্রকল্পে কাজের জন্য আবেদন জানাতে পারেন। আইআইটি খড়্গপুরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। ‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড’ প্রকল্পটি স্পনসর করছে। ৩০ মাসের জন্য থাকবে কাজের মেয়াদ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে দেওয়া হবে।
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই বিশেষ প্রকল্পে কাজে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা সমতুল্য কোনও বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট/ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া প্রয়োজন। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকা দরকার। গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১২ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রঞ্জন চন্দ