TRENDING:

Job: মোটা মাইনে, খড়গপুরে চাকরির বিরাট সুযোগ! ৫ নভেম্বর আবেদনের শেষ দিন

Last Updated:

West Bengal Job Vacancy: আইআইটিতে গবেষণামূলক কাজ করা আপনার স্বপ্ন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়্গপুর: আইআইটিতে গবেষণামূলক কাজ করা আপনার স্বপ্ন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানে একটি বিষয় প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রয়োজন। অস্থায়ী ভিত্তিতে গবেষণামূলক এই কাজের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। একটিমাত্র পদে নিয়োগ করা হবে ব্যক্তিদের। মোটা অংকের বেতনে গবেষণামূলক কাজের জন্য এখনই আবেদন জানান।
চাকরির সুযোগ। প্রতীকী ছবি।
চাকরির সুযোগ। প্রতীকী ছবি।
advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে কর্মখালি। প্রতিষ্ঠানের মেটিরিয়ালস সায়েন্স সেন্টারের একটি প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য এক জন ব্যক্তিকেই নিয়োগ করা হবে।সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য পদার্থবিদ্যা, ইলেক্ট্রনিক্স, মেটিরিয়ালস সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। তবে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

advertisement

আরও পড়ুনঃ পাহাড়ের কোলে পাইন-ধুপির জঙ্গলে ঘেরা অপরূপ এই হ্যামলেট! মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Controlled Growth of Band-Engineered Two-Dimensional Heterostructures and 2D Quantum devices(DQD) এই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করা হবে। এই প্রজেক্টটির স্পন্সর করেছে NA(NA),I-HUB QUANTUM TECHNOLOGY FOUNDATION(Main Academic Building, IISER Campus, Dr. Homi Bhabha Road, Pashan Pune 411008, India)। আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। মোট দু’বছর অর্থাৎ ২৪ মাসের চুক্তিতে কাজ করতে হবে। তবে, ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিযুক্তদের কাজের জন্য ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। তবে, আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না।

advertisement

আরও পড়ুনঃ সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? এই উপায়টি মেনে চলুন, ঘুম ভাঙবে রোজ অ্যালার্ম ছাড়াই! শরীরও থাকবে চনমনে

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক ৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। কীভাবে পাওয়া যাবে? প্রথমে আবেদনকারীকে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে জব, এরপর টেম্পোরারি পজিশন অপশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখানেই থাকা বিশেষ লিংক এর মধ্য দিয়ে আবেদন জানানো যাবে এই পদের জন্য। তাই দ্রুত আবেদন জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/চাকরি/
Job: মোটা মাইনে, খড়গপুরে চাকরির বিরাট সুযোগ! ৫ নভেম্বর আবেদনের শেষ দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল