যোগ্যতা ও বয়স:
পিটিএমও (ন্যাশনাল আরবার হেলথ মিশন): এমবিবিএস পাশ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর।
আরও পড়ুনঃ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন
আরএমও: এমবিবিএস সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল/ ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৬০ বছর।
পারিশ্রমিক: পিটিএমও পদের ক্ষেত্রে ২৪০০০ টাকা সঙ্গে ৫০০০ টাকা ইনসেনটিভ এবং আরএমও পদের ক্ষেত্রে ৪০০০০ টাকা সঙ্গে ১০০০০ টাকা ইনসেনটিভ।
আবেদনের পদ্ধতি: বায়োডেটা সহ যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri, Pin- 734001’ ঠিকানায়।
পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৫ জুলাই ২০২৩ তারিখের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত www.siligurismc.in ওয়েবসাইট থেকে জানা যাবে।
অনির্বাণ রায়