পর্ষদের নেওয়া সিদ্ধান্ত অনুসারে এই রাজ্যের প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঢেলে সাজানো হয়েছে। দীর্ঘ দিন পরে এবার মুর্শিদাবাদ জেলাতে শুরু হল প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া।
বিদ্যালয় সংসদ সুত্রে খবর, সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে মোট ৮৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে খালি ছিল। মূলত অবসর গ্রহণ এবং অন্য স্কুলে বদলি হয়ে যাওয়ার কারণেই প্রধান শিক্ষকের ঐ পদগুলিতে খালি ছিল। বিভিন্ন সময়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বারবার দাবি তুলেছিল বিভিন্ন শিক্ষক সংগঠন।
advertisement
আরও পড়ুন: বৃষ্টির জলে বর্ষবরণ! পাহাড়ে তুষারপাত হবে কি? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট
প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রথমে সার্কেল অফিসে আবেদন জমা নেওয়া হয়। শিক্ষকের স্বমূল্যায়ন, সিনিয়ারিটি এবং ইন্টারভিউর মাধ্যমে তৈরি মেধাতালিকা অনুসারে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে বহরমপুরে। তবে প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হলেই আগামী দিনে ছাত্র ও ছাত্রীদের মান উন্নয়ন ঘটবে আরও।
মুর্শিদাবাদ জেলায় মোট ৮৪০টি পদে প্রধান শিক্ষক পদে শূন্য পদের জন্য কাউন্সিলিং চলছে বহরমপুরে পঞ্চাননতলাতে। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত জানিয়েছেন, ৮৪০টি পদ ফাঁকা রয়েছে প্রধান শিক্ষক পদের জন্য। প্যানেল তৈরি করা হয়েছে ১৮৩৫জনের। তাদের মধ্যে ১৫৪৬জন শিক্ষককে ডাকা হয়েছে সিনিয়রদের যোগ্যতা অনুসারে।
তাদের পছন্দ মতোই স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। যার কাউন্সিলিং চলছে সুস্থ ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়েই বহরমপুরে পঞ্চাননতলাতে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে। তবে দীর্ঘ দিন পরে প্রধান শিক্ষক পদে নিজের পছন্দ মতো স্কুল পেয়ে অনেকেই খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও।
কৌশিক অধিকারী