বয়সসীমা
০১.০১.২০২৩ এর মধ্যে আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম
পুরুষ যোগা প্রশিক্ষকের বেতন মাসিক ৮০০০ টাকা, মহিলা যোগা প্রশিক্ষকের বেতন মাসিক ৫০০০ টাকা।
পুরুষদের জন্য তিনটি অসংরক্ষিত একটি ওবিসি(A) এবং একটি ST। মহিলাদের জন্যে একটি অসংরক্ষিত, একটি করে SC ও ST, একটি করে ওবিসি(A) ও ওবিসি(B)।
advertisement
আবেদনের জন্যে, মাধ্যমিকের উচ্চমাধ্যমিক পাস সার্টিফিকেট, একবছরের যোগা এবং WBCYN কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার শংসাপত্র প্রয়োজন।
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। অসংরক্ষিত আবেদন প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ৫০ টাকা ফর্ম ফিলাপ বাবদ প্রয়োজন।
আবেদনের সময়সীমা :
০৭ অক্টোবর, ২০২৩ সকাল ১১ টা থেকে ২৩ অক্টোবরের মধ্য রাত পর্যন্ত।
বিশদে জানতে জেলা ও স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটটি(www.wbhealth.gov.in) দেখুন।
RANJAN CHANDA