TRENDING:

East Bardhaman News: স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ পূর্ব বর্ধমান জেলায়! বিশদে জেনে এখনই আবেদন করুন

Last Updated:

দুটি ভিন্ন পদের চাকরীর মধ্যে, একটিতে বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা এবং অপরটিতে ৩০,০০০ টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: এবার চাকরীর সুযোগ পূর্ব বর্ধমান জেলায়। বেতনও বেশ ভাল। দুটি ভিন্ন পদের চাকরীর মধ্যে, একটিতে বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা এবং অপরটিতে ৩০,০০০ টাকা । জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ পূর্ব বর্ধমান জেলায়! এখনই আবেদন করুন
স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ পূর্ব বর্ধমান জেলায়! এখনই আবেদন করুন
advertisement

এছাড়াও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও । পূর্ব বর্ধমান জেলার মধ্যে দুটি আলাদা আলাদা পদে চাকরীর সুযোগ রয়েছে। পদগুলিতে কর্মীদের নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: পরীক্ষার সাত বছর পর হাতে এল অ্যাডমিট কার্ড, বর্ধমানে চাকরিপ্রার্থীর মাথায় হাত

এই চাকরীর সুযোগ রয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনা এবং কাটোয়া মহকুমা হাসপাতালের মধ্যে। যে দুটি পদের জন্য প্রার্থী নেওয়া হবে, সেগুলি হল— টিউবরকিউলোসিস হেলথ ভিজিটর এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে। এই দুটি পদের জন্যই মোট শূন্যপদের সংখ্যাও দুটি।

advertisement

উভয় ক্ষেত্রেই যারা এই চাকরীর জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীদের পরের বছরের মার্চ মাস পর্যন্ত উক্ত পদগুলিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের উপর নির্ভর করে এবং প্রয়োজন অনুসারে এই মেয়াদ বাড়ানো হতে পারে টিউবরকিউলোসিস হেলথ ভিজ়িটর এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে যারা নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা ।

advertisement

পেশাদারি অভিজ্ঞতা , শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডকুমেন্টস-সহ পদগুলির জন্য আবেদন জানাতে হবে। আবেদনের জন্য অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১০০ টাকা এবং ৫০ টাকা করে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২১ নভেম্বর। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য, রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট বা পূর্ব বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে হবে।

advertisement

উক্ত দুটি পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, এক বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে । মূল বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত সম্পূর্ন বিষয় জানান হয়েছে। তবে উক্ত উভয় পদে আবেদনের জন্য আবেদনকারীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি স্থানীয় ভাষাও জানতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি/
East Bardhaman News: স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ পূর্ব বর্ধমান জেলায়! বিশদে জেনে এখনই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল