‘ব্লক লেভেল সুপারভাইজার ‘পদে কেন্দ্র অথবা রাজ্য সরকারি দফতরের অবসরপ্রাপ্তকর্মীদের নিয়োগ করা হবে। তবে সেক্ষেত্রে গ্রুপ সি অথবা শিক্ষক , শিক্ষিকা হিসাবে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের জন্য আগে তত্ত্বাবধান করেছেন অথবা সরকারি দফতরে অ্যাকাউন্টসের কাজ করার অভিজ্ঞতা থাকা অবশ্যই বাঞ্ছনীয়।
আরও পড়ুন: স্বাস্থ্য বিভাগে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন বিস্তারিত
advertisement
যারা এই পদের জন্য নিযুক্ত হবেন তাঁদের পিএম পোষন আর্টসহোয়াইল কুকড মিড-ডে মিল প্রোগ্রামের অধীনে কাজ করতে হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পেনশনের নথি, শিক্ষাগত যোগ্যতার নথি, বাসস্থানের প্রমাণপত্র-সহ দু’টি ছবি সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার
যারা আবেদন করবেন তাঁদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য ডিসেম্বর মাসের ২০ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ১১ টার মধ্যে ব্লক ডেভেপমেন্ট অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। বেলা ১২ টা থেকে ইন্টারভিউয়ের প্রক্রিয়াকরণ শুরু হবে। এই পদের জন্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে অধিক তথ্য জানার জন্য পূর্ব বর্ধমানের ওয়েবসাইটটি দেখতে হবে।
বনোয়ারীলাল চৌধুরী