TRENDING:

Job News: গবেষণার স্বপ্ন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বড় সুযোগ! মোটা অঙ্কের বেতন, বিশদে জেনে এখনই আবেদন করুন

Last Updated:

Vidyasagar University Researcher Recruitment 2024 : ইন্টারভিউয়ের মধ্য দিয়ে নিয়োগ করা হবে এই পদের জন্য। মোটা অংকের বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: উদ্ভিদবিদ্যা নিয়ে উচ্চ স্তরে পড়াশোনা করেছেন? বোটানি কিংবা প্ল্যান্ট সাইন্স নিয়ে পিএইচডি করেছেন? তবে আপনার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ।
গবেষণার স্বপ্ন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বড় সুযোগ! বিশদে জেনে এখনই আবেদন করুন
গবেষণার স্বপ্ন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বড় সুযোগ! বিশদে জেনে এখনই আবেদন করুন
advertisement

ইন্টারভিউয়ের মধ্য দিয়ে নিয়োগ করা হবে এই পদের জন্য। মোটা অংকের বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ভোটের মুখেই শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা! শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া, দেখে নিন এসএসসির নির্দেশিকা

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছেন, রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে একটি পদের জন্য নেওয়া হবে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে বিশেষ প্রকল্পে কাজ করতে হবে। প্রতিষ্ঠানে বোটানি অ্যান্ড ফরেস্ট্রি বিভাগের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

advertisement

প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৪৭ হাজার টাকা করে দেওয়া হবে।

এই বিশেষ পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি বা প্ল্যান্ট সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশপাশি, সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে অথবা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক এর কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ ।

advertisement

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলীজানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখা যেতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/চাকরি/
Job News: গবেষণার স্বপ্ন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বড় সুযোগ! মোটা অঙ্কের বেতন, বিশদে জেনে এখনই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল