তিনি জানিয়েছেন যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই, তারা ১০ দিনের মধ্যে এলাকার স্কুল পরিদর্শকের কাছে আবেদন করবে। সেখান থেকে স্কুল পরিদর্শকরা ২৭ মার্চের মধ্যে সেই আবেদন প্রাথমিক শিক্ষা সংসদে পাঠাবে। তবে এজন্য বেশ কিছু নিয়ম মানা হবে। ৫০ জনের নীচে হলে প্রধান শিক্ষক নিয়োগ হবে না। ইতিমধ্যে জেলার ৫২টি চক্রের স্কুল পরিদর্শকদের একথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুলের পঠন পাঠন, শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নজরদারি চালাতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
আরও পড়ুন: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
২০ জনের থেকে কম পড়ুয়া থাকা বিদ্যালয়গুলিকে অন্যান্য বিদ্যালয়গুলির সঙ্গে জুড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে খবর। তবে কোনও পরীক্ষার ভিত্তিতে এই প্রধান শিক্ষক নিয়োগ করা হবে না। শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। যে শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বিএড বা অন্যান্য প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নবাব মল্লিক