WBCS Exam 2023: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
WBCS Exam 2023: ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি'র বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
দুর্গাপুর: সারা রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীরা আশায় থাকেন কবে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শুধুমাত্র বেকার যুবক-যুবতীরা নন, অনেক কর্মরত যুবক যুবতীরা এই পরীক্ষার অপেক্ষায় থাকেন। এই পরীক্ষা দিয়ে রাজ্য সরকারের উচ্চ পদের চাকরি যেমন পাওয়া যায়, তেমন নিম্ন পদের চাকরির ক্ষেত্রেও সুযোগ মেলে। ইতিমধ্যেই WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে, কোন কোন পদে নিয়োগ করা হবে, কী যোগ্যতা প্রয়োজন, বেতনক্রম কেমন হবে সমস্ত বিষয়ে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি'র বিভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন বিভাগের কোন কোন পদে নিয়োগ হবে।
advertisement
advertisement
১. ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ
২. অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ
৩. ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস
৪. ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস
৫. ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস
Group B
১. ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস
Group C
১. সুপারিনটেনডেন্ট, ডেপুটি সুপারিনটেনডেন্ট - সেন্ট্রাল কারেকশনাল হোম
২. জয়েন্ট বিডিও
advertisement
৩. ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস
৪. চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস
৫. অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস
৬. অ্যাসিস্ট্যান্ট ইরিগেশন রেভিনিউ অফিসার
Group D
১. ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি
২. পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার
advertisement
৩. রিহ্যাবিলিটেশন অফিসার
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে, অর্থাৎ লিখতে এবং বলতে পারতে হবে। যদিও নেপালি যাদের মাতৃভাষা, তাদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।
আবেদনের জন্য বয়সসীমা
২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে, তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত কোঠায় বয়সের ছাড় দেওয়া হয়েছে।
advertisement
সফল প্রার্থীদের বেতনক্রম
1) Group A - পে লেবেল ১৬ অনুযায়ী ৫৬১০০ থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।
2) Group B - গ্রুপ বি'এর ক্ষেত্রেও পে লেবল ১৬ অনুযায়ী মাইনে দেওয়া হবে।
3) Group C - পে লেভেল ১২,১৪ এবং ১৬ অনুযায়ী প্রতিমাসে যথাক্রমে ৩৫৮০০ থেকে ৯২১০০, ৩৯৯০০ থেকে ১০২৮০০ এবং ৪২৬০০ থেকে ১০৯৮০০ টাকা দেওয়া হবে।
advertisement
4) Group D - পে লেভেল ১০ অনুযায়ী প্রতিমাস ৩২১০০ থেকে ৮২ ৯০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশদের সেনাবাহিনীতে কাজের সেরা সুযোগ, দেখে নিন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া
ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আগে এই পরীক্ষা দিয়ে থাকলে রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। অন্যদিকে যারা নতুন, তাদেরও রেজিস্ট্রেশনের পর এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদন করার মেইন পেজ ওপেন হবে। সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য ফিলাপ করতে হবে। সমস্ত তথ্য ফিলাপ হয়ে গেলে, একবার ফর্মটি পুনরায় মিলিয়ে দেখে নিতে হবে। তারপর যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য, সেই ফি জমা করে, ফাইনাল সাবমিট করতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
advertisement
২০২৩ সালের অফিশিয়াল বিজ্ঞপ্তি :
https://drive.google.com/file/d/1MUkYwroIqnlL5SzlZ8WrGIugwsDA17Nd/view?usp=drivesdk
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট :
অনলাইন আবেদনের লিংক :
আবেদন শুরু এবং শেষের তারিখ
• আবেদন শুরু - ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
• আবেদন শেষ - ২৩ মার্চ, ২০২৩
আবেদন মূল্য
অনলাইনে আবেদন করার জন্য ২১০ টাকা ফি জমা করতে হবে তবে এসসি এসটি শ্রেণির প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।
ডব্লিউবিএস-এর নিয়োগ প্রক্রিয়া
• প্রিলিমিনারি পরীক্ষা
• মেন পরীক্ষা
• ইন্টারভিউ
পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস
1) প্রিলিমিনারি পরীক্ষা
২ ঘন্টা ৩০ মিনিট সময়সীমার মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন করতে হবে। আটটি বিষয় থেকে ২০০ টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি বিষয় থেকে ২৫ নম্বর করে MCQ প্রশ্ন থাকবে।
2) মেন পরীক্ষা
মেন পরীক্ষা হয় সাতটি পেপারের ওপর প্রত্যেকটি পেপার থাকে ২০০ নম্বর করে যদিও এই বিষয়ে ছয়টি কম্পালসারি এবং একটি অপশনাল পেপার হয়ে থাকে। এক্ষেত্রে সমস্ত প্রশ্নগুলি বর্ণনামূলক হয়।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 1:48 PM IST