Indian Army Recruitment 2023: মাধ্যমিক পাশদের সেনাবাহিনীতে কাজের সেরা সুযোগ, দেখে নিন বিস্তারিত

Last Updated:

Indian Army Recruitment 2023: মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় সেনাবাহিনীতে করা হবে নিয়োগ। গ্রুপ সি পদে বেশ কয়েকটি পোষ্টের জন্য নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। 

সেনাবাহিনীতে নিয়োগ
সেনাবাহিনীতে নিয়োগ
পশ্চিম বর্ধমান: বেকার যুবক যুবতীদের কাছে ভারতীয় সেনাবাহিনী একটি স্বপ্নের জগত। যেখানে দেশ সেবার মধ্য দিয়ে পাওয়া যায় কর্মসংস্থানের সুযোগ। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাবাহিনীতে কাজের জন্য মুখিয়ে থাকেন যুবক যুবতীরা। সম্মান, ভাল প্যাকেজের মাইনে-সহ সেনাবাহিনীতে কাজ করলে রয়েছে একাধিক সুযোগ। আর সেই সুযোগের অপেক্ষায় যারা রয়েছেন, তাদের জন্য সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতীয় সেনাবাহিনীতে করা হবে নিয়োগ। গ্রুপ সি পদে বেশ কয়েকটি পোষ্টের জন্য নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। জেনে নিন নিয়োগের বিস্তারিত।
কোন কোন পদে নিয়োগ করা হবে
1. MTS সাফাই ওয়ালা
advertisement
2. MTS মেসেঞ্জার
3. মেস ওয়েটার
4. বারবার
5. ওয়াশারম্যান
6. মশালচি
7. কুকস
মোট কতগুলি শূন্য পদ রয়েছে
1. MTS সাফাই ওয়ালা- ২৭ টি
2. MTS মেসেঞ্জার- ০৩ টি
3. মেস ওয়েটার- ২২ টি
4.বারবার- ০৯ টি
5. ওয়াশারম্যান- ১১ টি
advertisement
6.মশালচি- ১১ টি
7. কুকস- ৫১ টি
উল্লেখ করা সমস্ত পদগুলির জন্য মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে পদ অনুযায়ী কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
1. MTS সাফাই ওয়ালা - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
advertisement
2. MTS মেসেঞ্জার - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
3. মেস ওয়েটার - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
4. বারবার - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
5. ওয়াশারম্যান - এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মিলিটারি অথবা সিভিলিয়ান পোশাক পরিস্কার করার অভিজ্ঞতা থাকতে ।হবে।
advertisement
6. মশালচি - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
7. কুকস - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
চাকরির মাসিক বেতন :
০১ থেকে ০৬ নম্বর পদের জন্য প্রতি মাসে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা বেতন দেওয়া হবে।
advertisement
০৭ নম্বর পদের ক্ষেত্রে প্রতি মাসে পে লেভেল ২ অনুযায়ী প্রতি মাসে ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা বেতন দেওয়া হবে।
ভারতীয় সেনাবাহিনীতে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে।
advertisement
অফিসিয়াল ওয়েবসাইট :
আবেদন প্রক্রিয়া :
ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির সঙ্গে ডাউনলোড করা যাবে আবেদনের ফর্মটি। তারপর সেই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে। এরপর সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় কিছু নথির প্রত্যায়িত নকল। তারপর পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
advertisement
কোথায় পাঠাতে হবে আবেদন পত্র :
Group Commander, HQ 22 Movement Control Group, Pin- 900328, c/o 99 APO.
N.B - আবেদনপত্র এবং সমস্ত প্রত্যায়িত নকল গুলি একটি খামে ভরে, সেই খামটি পাঠাতে হবে নির্দিষ্ট এই ঠিকানায়। খামের উপর লিখে দিতে হবে, কোন পদের জন্য কোন ক্যাটাগরিতে আবেদন করা হচ্ছে।
কীভাবে করা হবে নিয়োগ :
তিনটি আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে এই পদগুলির জন্য নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে। লিখিত পরীক্ষা, প্রাকটিক্যাল পরীক্ষা এবং ট্রেড টেস্ট পরীক্ষার পর আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ :
মার্চ মাসের তিন তারিখ (০৩/০৩/২০২৩) এর মধ্যে উপরের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন পত্র।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/চাকরি/
Indian Army Recruitment 2023: মাধ্যমিক পাশদের সেনাবাহিনীতে কাজের সেরা সুযোগ, দেখে নিন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement