Bank Jobs:স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করবে IDBI, কী ভাবে করতে হবে আবেদন জানুন

Last Updated:

Bank Jobs: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। গত ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

আইডিবিআই ব্যাঙ্কে চাকরি
আইডিবিআই ব্যাঙ্কে চাকরি
নয়াদিল্লি: সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশ্যালিস্ট অফিসার বা এসও পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইডিবিআই এসও নিয়োগ ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। গত ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৩ মার্চ ২০২৩ পর্যন্ত প্রার্থীরা আইডিবিআই-এর অফিসিয়াল সাইট idbibank.in-এর মাধ্যমে এবং আইবিপিএস-এ উপলব্ধ অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আইডিবিআই এসও নিয়োগ ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কে https://ibpsonline.ibps.in/idbiscojan23/ ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: আইডিবিআই ব্যাঙ্ক
পদের নাম: এসও
শূন্যপদের সংখ্যা:১১৪
কাজের স্থান:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:০৩.০৩.২০২৩
advertisement
আইডিবিআই এসও নিয়োগ ২০২৩: ফি
জেনারেল, ইডব্লিউএস এবং ওবিএস বিভাগের জন্য আবেদন ফি, জিএসটি-সহ ১০০০ টাকা (আবেদনের ফি + ইনটিমেশন চার্জ) ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে এই ফি জিএসটি-সহ ২০০ টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) ধার্য হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে অর্থপ্রদান করা যেতে পারে।
advertisement
আইডিবিআই এসও নিয়োগ ২০২৩: আবেদন পদ্ধতি
১. আইডিবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ যেতে হবে।
২. ‘কেরিয়ার’ লিঙ্কে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলবে।
৩. ওই পেজে গিয়ে এসও নিয়োগ সংক্রান্ত অনলাই আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
৪. রেজিস্টার করে, নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে।
৫. আবেদনপত্র পূরণ করার পর আবেদন ফি জমা দিতে হবে।
advertisement
৬. সাবমিট-এ ক্লিক করে কনফার্মেশন পেজটি ডাউনলোড করে রাখতে হবে।
৭. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি হার্ড কপি সংরক্ষণ করে রাখা যেতে পারে।
বাংলা খবর/ খবর/চাকরি/
Bank Jobs:স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করবে IDBI, কী ভাবে করতে হবে আবেদন জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement