কোন কোন পদে নিয়োগ করা হবে
1. MTS সাফাই ওয়ালা
2. MTS মেসেঞ্জার
3. মেস ওয়েটার
4. বারবার
5. ওয়াশারম্যান
6. মশালচি
7. কুকস
মোট কতগুলি শূন্য পদ রয়েছে
1. MTS সাফাই ওয়ালা- ২৭ টি
2. MTS মেসেঞ্জার- ০৩ টি
3. মেস ওয়েটার- ২২ টি
4.বারবার- ০৯ টি
5. ওয়াশারম্যান- ১১ টি
advertisement
6.মশালচি- ১১ টি
7. কুকস- ৫১ টি
আরও পড়ুন: স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করবে IDBI, কী ভাবে করতে হবে আবেদন জানুন
কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে
উল্লেখ করা সমস্ত পদগুলির জন্য মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে পদ অনুযায়ী কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
1. MTS সাফাই ওয়ালা - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
2. MTS মেসেঞ্জার - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
3. মেস ওয়েটার - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
4. বারবার - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
5. ওয়াশারম্যান - এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মিলিটারি অথবা সিভিলিয়ান পোশাক পরিস্কার করার অভিজ্ঞতা থাকতে ।হবে।
6. মশালচি - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ এই কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
7. কুকস - এক বছরের কাজের অভিজ্ঞতা সহ উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
চাকরির মাসিক বেতন :
০১ থেকে ০৬ নম্বর পদের জন্য প্রতি মাসে পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা বেতন দেওয়া হবে।
০৭ নম্বর পদের ক্ষেত্রে প্রতি মাসে পে লেভেল ২ অনুযায়ী প্রতি মাসে ১৯৯০০ থেকে ৬৩২০০ টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে বিভিন্ন পদে নিয়োগ হবে, দ্রুত আবেদন করুন
আবেদন করার জন্য বয়সসীমা :
ভারতীয় সেনাবাহিনীতে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ এসটি, এসসি এবং ওবিসিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে।
অফিসিয়াল ওয়েবসাইট :
https://www.joinindianarmy.nic.in/
আবেদন প্রক্রিয়া :
ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির সঙ্গে ডাউনলোড করা যাবে আবেদনের ফর্মটি। তারপর সেই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে। এরপর সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় কিছু নথির প্রত্যায়িত নকল। তারপর পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
কোথায় পাঠাতে হবে আবেদন পত্র :
Group Commander, HQ 22 Movement Control Group, Pin- 900328, c/o 99 APO.
N.B - আবেদনপত্র এবং সমস্ত প্রত্যায়িত নকল গুলি একটি খামে ভরে, সেই খামটি পাঠাতে হবে নির্দিষ্ট এই ঠিকানায়। খামের উপর লিখে দিতে হবে, কোন পদের জন্য কোন ক্যাটাগরিতে আবেদন করা হচ্ছে।
কীভাবে করা হবে নিয়োগ :
তিনটি আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে এই পদগুলির জন্য নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে। লিখিত পরীক্ষা, প্রাকটিক্যাল পরীক্ষা এবং ট্রেড টেস্ট পরীক্ষার পর আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ :
মার্চ মাসের তিন তারিখ (০৩/০৩/২০২৩) এর মধ্যে উপরের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন পত্র।
নয়ন ঘোষ