TRENDING:

West Bengal Recruitment 2023: চাকুরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, খড়গপুর আইআইটিতে শতাধিক পদে নিয়োগ

Last Updated:

West Bengal Recruitment 2023: একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে খড়গপুর আইআইটি। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: ১৩টি পদে ১৫৩ জন কর্মী নিয়োগ করতে চলেছে আইআইটি খড়গপুর। জুনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি), স্টাফ নার্স, সিনিয়র লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, সিকিউরিটি ইন্সপেক্টর, ড্রাইভার ১৩ টি বিভাগে ১৫৩ জন কর্মী নিয়োগ করবে খড়গপুর আইআইটি। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ।
আইআইটি খড়গপুর
আইআইটি খড়গপুর
advertisement

যোগ্যতা ও বয়স:

জুনিয়র এগজিকিউটিভ: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় ৩০ বছর। বেতন কম ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

আরও পড়ুনঃ বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে

advertisement

জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: কমার্সে ব্যাচেলর ডিগ্রি বা বিবিএ বা এমবিএ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যালি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

advertisement

জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট: তিন বছরের সময়সীমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা।ইলেক্ট্রনিক ইনস্ট্রুমেন্ট, রিপেয়ারিং অ্যান্ড মেন্টেন্যান্স, কম্পিউটার অ্যাপ্লিকেশএ্রর জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ আরএসি/ ডব্লুডব্লু/ এসএস/ সিডব্লুআইএসএস/ হর্টিকালচার): ব্যাচলের অব ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার বা সমতুল সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

advertisement

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি): ফিজিওথেরাপিতে তিন বছরের সময়সীমার ব্যাচেলর ডিগ্রি সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

স্টাফ নার্স: উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে তিন বছরের কোর্স। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

advertisement

আরও পড়ুনঃ কোন জেলায় কত বাহিনী? কোন কোন এলাকা স্পর্শকাতর? উচ্চ পর্যায়ের বৈঠকে কী সিদ্ধান্ত কমিশনের

সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপ। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। বেতনক্রম: ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা।

ড্রাইভার: মাধ্যমিক পাশ সঙ্গে ভারী ও হাল্কা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। বেতন ক্রম ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত।

শূন্যপদ: জুনিয়র এগজিকিউটিভ: ১৯, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ৫, জুনিয়র টেকনিক্যাল সুরারিন্টেনডেন্ট: ৩০

জুনিয়র ইঞ্জিনিয়ার: ২২, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১, স্টাফ নার্স: ১২, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ২

ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ৫, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: ৩, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০

জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ২৩, সিকিউরিটি ইনস্পেক্টর: ৫, ড্রাইভার গ্রেড টু: ৬।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

আবেদন করা যাবে ৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

অনলাইন আবেদন সংক্রান্ত কোনেও জিজ্ঞাসা থাকলে 91-3222-281017/18/19 নম্বরে ফোন করতে পারেন।

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/চাকরি/
West Bengal Recruitment 2023: চাকুরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, খড়গপুর আইআইটিতে শতাধিক পদে নিয়োগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল