যোগ্যতা ও বয়স:
জুনিয়র এগজিকিউটিভ: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় ৩০ বছর। বেতন কম ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
আরও পড়ুনঃ বিরোধীরা হেভিওয়েট প্রার্থী, পঞ্চায়েতে বামেদের হয়ে লড়ছেন কলেজ পড়ুয়া সৌরনীল, চিনুন তাঁকে
advertisement
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: কমার্সে ব্যাচেলর ডিগ্রি বা বিবিএ বা এমবিএ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যালি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট: তিন বছরের সময়সীমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা।ইলেক্ট্রনিক ইনস্ট্রুমেন্ট, রিপেয়ারিং অ্যান্ড মেন্টেন্যান্স, কম্পিউটার অ্যাপ্লিকেশএ্রর জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ আরএসি/ ডব্লুডব্লু/ এসএস/ সিডব্লুআইএসএস/ হর্টিকালচার): ব্যাচলের অব ইঞ্জিনিয়ারিং/ আর্কিটেকচার বা সমতুল সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি): ফিজিওথেরাপিতে তিন বছরের সময়সীমার ব্যাচেলর ডিগ্রি সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
স্টাফ নার্স: উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে তিন বছরের কোর্স। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
আরও পড়ুনঃ কোন জেলায় কত বাহিনী? কোন কোন এলাকা স্পর্শকাতর? উচ্চ পর্যায়ের বৈঠকে কী সিদ্ধান্ত কমিশনের
সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।বেতন ক্রম: ৩৫ হাজার ৪০০ থেকে ১ লাখ ১২ হাজার ৪০০ পর্যন্ত।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ব্যাচেলর ডিগ্রি সঙ্গে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে টাইপ। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। বেতনক্রম: ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা।
ড্রাইভার: মাধ্যমিক পাশ সঙ্গে ভারী ও হাল্কা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। বেতন ক্রম ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত।
শূন্যপদ: জুনিয়র এগজিকিউটিভ: ১৯, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: ৫, জুনিয়র টেকনিক্যাল সুরারিন্টেনডেন্ট: ৩০
জুনিয়র ইঞ্জিনিয়ার: ২২, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ১, স্টাফ নার্স: ১২, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ২
ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: ৫, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: ৩, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২০
জুনিয়র টেকনিশিয়ান/ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ২৩, সিকিউরিটি ইনস্পেক্টর: ৫, ড্রাইভার গ্রেড টু: ৬।
আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।
ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: http://www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
আবেদন করা যাবে ৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
অনলাইন আবেদন সংক্রান্ত কোনেও জিজ্ঞাসা থাকলে 91-3222-281017/18/19 নম্বরে ফোন করতে পারেন।
Ranjan Chanda