পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের মোট ৩২ টি গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। অস্থায়ী ভিত্তিতে গ্রামীণ চিকিৎসক নিয়োগ করা হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। মাসিক নিযুক্ত চিকিৎসকদের ১৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্লক অফিসে আবেদন জমা দিতে হবে।
advertisement
আরও পড়ুন: অবশেষে শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া! চাকরি প্রার্থীদের চোখে জল মুখে হাসি
প্রশাসন সূত্রে খবর, জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অস্থায়ী ভিত্তিতে পার্টটাইম আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসকের জন্য বিএইচএমএস যোগ্যতা প্রয়োজন।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ! শিক্ষকরা কবে থেকে যোগ দিতে পারবেন? রইল বিরাট আপডেট
অন্যদিকে আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের জন্য বিএএমএস পাশ করা জরুরী। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, খড়গপুর, কেশিয়াড়ি, শালবনী-সহ একাধিক ব্লকের গ্রাম পঞ্চায়েতে চিকিৎসক নিয়োগ করা হবে।
একাধিক ধাপে চিকিৎসকের যাচাইয়ের পর তাদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পদের জন্য। তাই দ্রুত আবেদন জানান। বিশদে জানতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ