Teachers Recruitment 2024: প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ! শিক্ষকরা কবে থেকে যোগ দিতে পারবেন? রইল বিরাট আপডেট
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ অর্থাৎ বুধবার সন্ধ্যেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হল এই তালিকা।
কলকাতা: সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ অর্থাৎ বুধবার সন্ধ্যেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হল এই তালিকা। তালিকায় মোট ৯৫৩৩ জনের নাম প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আজ থেকেই চাকরি সুপারিশ পত্র সফলরত পরীক্ষার্থীদের পাঠানো হবে পর্ষদের পক্ষ থেকে। আগামী সাত দিনের মধ্যেই তাঁরা প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি মাত্র মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড় শুরু হয়। অনুমান করা হয়েছিল মোট ১১ হাজার ৭৬৫টি শূন্যপদের মেধা তালিকার প্রকাশ করার হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। ২০২২ সালের অক্টোবর মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর ওই বছরেরই ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যে নানারকম জটিলতা বিভিন্ন সময়ে হয়েছে৷ বিরোধীদের একাধিক আক্রমণ, একের পর এক মামলা, সব কিছু নিয়ে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বারংবার প্রশ্নের মুখে পড়েছে৷ তা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে৷ এ সবের মধ্যেও ভোটের আগে নিয়োগ প্রক্রিয়ায় শিলমোহর পড়লে ভোট বাক্সে প্রভাব পড়ে কি না, সেটাই দেখার৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 6:54 PM IST