HS Exam 2024: শেষ মুহূর্তে সব গুলিয়ে যাচ্ছে! তবে এগুলি মানলেই উচ্চ মাধ্যমিকের ইতিহাসে দারুণ নম্বর পাওয়া সম্ভব, রইল টিপস
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
HS Exam 2024: তবে কীভাবে কোন প্রশ্ন লেখা উচিত এই বিষয়ে কোটাসুর হাই স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক কুন্তল মিত্র জানিয়েছে।
বীরভূম: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন। প্রতি বছরের মতই নিয়ম মাফিক পরীক্ষা শুরুর বেশ কিছু দিন আগেই অ্যাডমিট হাতে পেতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন ছিল, কবে থেকে মিলবে পরীক্ষার অ্যাডমিট? সম্প্রতি তারই দিনক্ষণ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় অ্যাডমিট বিতরণীর নির্ঘন্ট। উচ্চ শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুসারে ৩০ জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিলি শুরু করেছে সংসদ।
প্রসঙ্গত, ফেব্রুয়ারির শুরুতেই আরম্ভ হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪। নতুন নিয়ম অনুসারে সকাল ৯:৪৫ থেকে শুরু হবে পরীক্ষা যা চলবে বেলা ১ টা পর্যন্ত।
advertisement
advertisement
প্রতি পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক। অ্যাডমিটে প্রদর্শিত নির্দেশগুলি মানতে হবে পরীক্ষার্থীদের। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও থাকছে কড়া নজরদারি ব্যবস্থা। কোনও সমস্যা ছাড়াই যাতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয়, এখন সেটাই লক্ষ্য উচ্চ শিক্ষা সংসদের।
তবে কীভাবে কোন প্রশ্ন লেখা উচিত এই বিষয়ে কোটাসুর হাই স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক কুন্তল মিত্র জানিয়েছে।
advertisement
যেহেতু সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু। সেক্ষেত্রে অন্ততপক্ষে ৩০ মিনিট আগে স্কুলের মধ্যে প্রবেশ করা উচিত।
পরীক্ষা সেন্টারে প্রবেশ করার পর অযথা বিভ্রান্ত না হয়ে ৯টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র পাওয়ার পর হাতে যে ১৫ মিনিট সময় থাকবে সেই ১৫ মিনিট ভাল করে প্রশ্নপত্রগুলি দেখে নিতে হবে।
advertisement
যে যে প্রশ্ন গুলির উত্তর দিতে পারবে সেইগুলি আগে দেওয়া উচিত।
যেহেতু দশটার সময় উত্তরপত্র পাওয়া যাবে সেই ক্ষেত্রে প্রথমে ছোট প্রশ্নগুলির উত্তর দেওয়ার পর বড় প্রশ্নগুলির উত্তর দেওয়া উচিত।
সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পর অন্ততপক্ষে হাতের ১০ মিনিট সময় রাখতে হবে। সেই ১০ মিনিটের মধ্যে পুনরায় প্রত্যেকটি প্রশ্ন ঠিক ভাবে উত্তর দিয়েছে কিনা সেগুলি খুঁটিয়ে দেখলে নম্বর আরও ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 2:16 PM IST