শূন্যপদের সংখ্যা: পশ্চিম মেদিনীপুরের আটটি থানায় মোট ১০০ জন যুবক যুবতী নিতে চাইছে পুলিশ বিভাগ। পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর লোকাল থানায় ৩২ জন, ডেবরা ও কোতোয়ালি থানায় ১২ জন করে, শালবনী ও গড়বেতা থানায় ১০ জন করে, বেলদা, দাঁতন ও নারায়ণগড় ৮ জন করে ছেলেমেয়ে নিয়োগ করা হবে। সর্বমোট জেলা জুড়ে ১০০ জনকে নিয়োগ হবে।
advertisement
আরও পড়ুন- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ৩২২ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
আবেদন পদ্ধতি: স্বতন্ত্র আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলির জেরক্স সংযুক্ত করতে হবে- আবেদনপত্র, ইউনিট ইনচার্জের দ্বারা যথাযথভাবে ফরোয়ার্ড করতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতার জেরক্স এবং রঙিন পাসপোর্ট সাইজ ছবি (২ কপি) যাবতীয় ডকুমেন্ট, নিজের এলাকার থানায় গিয়ে জমা করতে হবে।
বয়স: বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে (২০২৩ জানুয়ারি)।
আরও পড়ুন- সিবিআইয়ের অধীনে ডেপুটি অ্যাডভাইজার নিয়োগ; জানুন বিশদে!
যোগ্যতা: আবেদনকারীকে বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে জানতে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
পুরুষ প্রার্থীদের জন্য শারীরিক পরিমাপ পরীক্ষা:- ন্যূনতম উচ্চতা ১৬০ সেমি, সর্বনিম্ন ওজন ৫১ কেজি।
মহিলা প্রার্থীদের জন্য শারীরিক পরিমাপ পরীক্ষা:- ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি, সর্বনিম্ন ওজন ৪৪ কেজি
নির্বাচন পদ্ধতি: পুরুষদের জন্য ১৬০০ মিটার দৌড় ৮ মিনিটের মধ্যে শেষ করতে হবে। মহিলাদের জন্য ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে। শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) এবং শারীরিক দক্ষতার পরীক্ষা (PET) যোগ্যতা অর্জনের পরে, প্রার্থীকে লিখিত পরীক্ষায় ৫০ নম্বর এবং তারপরে সাক্ষাৎকারে ১০ নম্বরের পরীক্ষায় বসতে হবে। প্রার্থী তালিকাভুক্তির আগে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: বেতন ১৭ হাজারের বেশি। দৈনন্দিন হিসেবে ৫৬৫ টাকা করে দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ ১৭.০২.২০২৩।
মেয়াদ: চুক্তিভিত্তিক এই পদের মেয়াদ ৩০.০৬.২০২৩ পর্যন্ত।
Ranjan Chanda