CBI Recruitment 2023: সিবিআইয়ের অধীনে ডেপুটি অ্যাডভাইজার নিয়োগ; জানুন বিশদে!
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে
নয়াদিল্লি: সম্প্রতি সিবিআইয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটি অ্যাডভাইজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সিবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ-প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ-প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | সিবিআই |
পদের নাম: | ডেপুটি অ্যাডভাইজার |
শূন্যপদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | নয়াদিল্লি |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ: | বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে |
advertisement
বেতন- স্কেল লেভেল ১০ অনুযায়ী মাসিক বেতন হবেন ১৫৬০০ থেকে ৩৯১০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা- সর্বোচ্চ বয়স (আবেদন প্রাপ্তির শেষ তারিখ অনুযায়ী) ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা- আরবিআই/ এনএবিএআরডি/ এসআইডিবিআই/ পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সহ কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ কেন্দ্রশাসিত অঞ্চল বা সরকারি আর্থিক প্রতিষ্ঠানের অধীনস্থ অফিসাররা আবেদনের যোগ্য।
advertisement
এছাড়াও পেরেন্ট ক্যাডার বা অনুরূপ বিভাগে-
পে ব্যান্ড-২ রেগুলার বেসিসে ২ বছরের রেগুলার সার্ভিস সহ ৭ম সিপিসি অনুযায়ী পে ম্যাট্রিক্স ৮ পেরেন্ট ক্যাডার বা অনুরূপ বিভাগে সমতুল্য যোগ্যতা রয়েছে এমন প্রার্থীরা, পে ব্যান্ড-২ রেগুলার বেসিসে ৩ বছরের রেগুলার সার্ভিস সহ ৭ম সিপিসি অনুযায়ী পে ম্যাট্রিক্স ৭ পেরেন্ট ক্যাডার বা অনুরূপ বিভাগে সমতুল্য যোগ্যতা রয়েছে এমন প্রার্থীরা এবং যাঁদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
সার্ভিসের অভিজ্ঞতা- ফরেন এক্সচেঞ্জ বা ফরেন ট্রেডে ভিজিলেন্স বা অপারেশনাল ওয়ার্ক বা ইন্সপেকশনের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা যাদের এলএলবি ডিগ্রি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার অধীনে রেজিস্ট্রেশন ট্যাক্সেশন ল’তে ডিপ্লোমা বা ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি বা ফরেন ট্রেডে ডিপ্লোমা বা ইন্টারন্যাশনাল বিজনেসে ডিপ্লোমা আছে তারা আবেদনের যোগ্য।
advertisement
নির্বাচন পদ্ধতি- শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
মেয়াদকাল- সাধারণত ৩ বছরের বেশি হবে না।
আবেদন পদ্ধতি- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, ‘Deputy Director (Personnel), Central Bureau of Investigation, 5-B, 7th Floor, CGO Complex, Lodhi Road, New Delhi 110 003’।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 12:32 AM IST