হোম /খবর /চাকরি /
কর্নাটক ব্যাঙ্কে বিবিধ শূন্যপদে নিয়োগের বিরাট সুযোগ, জানুন বিশদে!

Karnataka Bank Recruitment 2023: কর্নাটক ব্যাঙ্কে বিবিধ শূন্যপদে নিয়োগের বিরাট সুযোগ, জানুন বিশদে!

কর্নাটক ব্যাঙ্কে চাকরির বিরাট সুযোগ

কর্নাটক ব্যাঙ্কে চাকরির বিরাট সুযোগ

প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

  • Share this:

বেঙ্গালুরু:  সম্প্রতি কর্নাটক ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, স্পেশালাইজড আইটি অফিসার, স্ট্র্যাটেজি অ্যান্ড পোর্টফোলিও অ্যানালিস্ট, ডেটা ভিজ্যুয়ালাইজেশন এক্সপার্ট, সিস্টেম আর্কিটেক্ট, প্রজেক্ট হেড এবং হেড অফ ডিজিটাল মার্কেটিং পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কর্নাটক ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুল কর্মী নিয়োগ, চাকরির জন্য জানুন বিশদে

আবেদন পদ্ধতি

প্রার্থীদের কারিকুলাম ভিটায় সমস্ত তথ্য পূরণ করে মেলের মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের আগে এই মেল আইডিতে acoe.recruitment@ktkbank.com পাঠাতে হবে। সিভিতে সাম্প্রতিক ছবি, জন্ম তারিখ, যোগ্যতা, অভিজ্ঞতা, ট্রেনিং (যদি থাকে), দক্ষতা, সিটিসি ইত্যাদির মতো সম্পূর্ণ তথ্য থাকতে হবে। প্রার্থীরা আবেদনের জন্য এই ফরম্যাট অনুসরণ করতে পারেন।

  এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:কর্নাটক ব্যাঙ্ক
পদের নাম:ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, স্পেশালাইজড আইটি অফিসার, স্ট্র্যাটেজি অ্যান্ড পোর্টফোলিও অ্যানালিস্ট, ডেটা ভিজ্যুয়ালাইজেশন এক্সপার্ট, সিস্টেম আর্কিটেক্ট, প্রজেক্ট হেড এবং হেড অফ ডিজিটাল মার্কেটিং
শূন্যপদের সংখ্যা:বিশদ দেখুন
কাজের স্থান:বেঙ্গালুরু
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদনের শেষ তারিখ:১৫.০২.২০২৩

আরও পড়ুন- ইন্ডিয়ান ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, জেনে নিন পরীক্ষা দেওয়ার খুঁটিনাটি

নির্বাচন পদ্ধতিযোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ নেওয়া হবে বেঙ্গালুরুতে বা ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত অন্য কোনও জায়গায়।

Published by:Sayani Rana
First published:

Tags: Bank, Bank job, Job alert