সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং চিফ ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: দুর্গাপুর এনআইটিতে সরাসরি নিয়োগ হবে, কী ভাবে আবেদন জানুন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে মোট ৪১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।জুনিয়র অ্যাসোসিয়েট (আইটি)- ১৫টি পদঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি)- ১০টি পদম্যানেজার (আইটি)- ৯টি পদসিনিয়র ম্যানেজার (আইটি)- ৫টি পদচিফ ম্যানেজার (আইটি)- ২টি পদ
সংস্থা | ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক |
পদের নাম | জুনিয়র অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং চিফ ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ৪১ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৮.০২.২০২৩ |
২ বছরের জন্য ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে এবং পরে তা আরও ১ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
বয়সের উর্ধ্বসীমা হল ৫৫ বছর।
আরও পড়ুন: ভারতীয় রেলে লক্ষ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে, রাজ্যসভায় ঘোষণা রেলমন্ত্রীর! জানুন
জুনিয়র অ্যাসোসিয়েট (আইটি)- সায়েন্সে গ্র্যাজুয়েশন/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ বিসিএ/ ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি)- সায়েন্সে গ্র্যাজুয়েশন/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ বিসিএ/ এমসিএ ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।সিনিয়র ম্যানেজার (আইটি)- সায়েন্সে গ্র্যাজুয়েশন/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ বিসিএ/ এমসিএ ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।চিফ ম্যানেজার (আইটি)- যে কোনও স্ট্রিমে গ্র্যাজুয়েশন, তবে সায়েন্সে গ্র্যাজুয়েশন/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ বিসিএ/ এমসিএ ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।ম্যানেজার- যে কোনও স্ট্রিমে গ্র্যাজুয়েশন, তবে সায়েন্সে গ্র্যাজুয়েশন/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি/ বিসিএ/ এমসিএ ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যোগ্য প্রার্থীদের ফলাফল এবং চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে উপলব্ধ দেওয়া হবে।
যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র এবং বায়োডেটা careets@ippbonline পাঠাতে হবে। ই-মেলের সাবজেক্ট লাইনে আবেদন করা পোস্টের নাম এবং পোস্টের সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Jobs, Central govt jobs, Job News