রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই রাজ্যে ৯৫৫৩ জনকে প্রাথমিক শিক্ষকের নিয়োগ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে।সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদেও প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ২০১৭ সালের টেট উত্তীর্ণ পরিক্ষার্থীদের নিয়ে এই কাউন্সিলিং পর্ব শুরু হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ! শিক্ষকরা কবে থেকে যোগ দিতে পারবেন? রইল বিরাট আপডেট
advertisement
বহরমপুর পঞ্চাননতলাতে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রার্থীরা কোন স্কুলে পড়াবেন তা পছন্দ করে নিলেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে মোট ৬৯৩ জন এই নিয়োগে অংশ গ্রহণ করতে পারবেন। মুর্শিদাবাদ জেলাতে প্রথম দিনে নিয়োগের কাউন্সিলিংয়ের জন্য ৩৬৪ জন শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন: আগামিকাল প্রকাশ্যে তালিকা! প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট! আন্দোলনের মাঝেই ফের নিয়োগ
মুর্শিদাবাদ জেলাতে মোট দু’দিনে এই ৬৯৩জনকে নিয়োগ পত্র দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলার মধ্যে বেশি শিক্ষক শূন্য ছিল তার মধ্যে ছিল ফরাক্কা, সুতি -১, ২, রঘুনাথগঞ্জ, কান্দি ও বড়ঞা-সহ বিভিন্ন ব্লকে প্রাথমিকের শূন্যপদ ছিল। এই শিক্ষক নিয়োগের ফলে আগামী দিনে পঠন-পাঠন আরও ভাল হবে ছাত্র-ছাত্রীদের।
মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত বলেন, “এই জেলায় ৬৯৩ কে জন স্বচ্ছভাবে প্রাথমিক পর্যায়ে নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ের প্রাথমিক শিক্ষক পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনে ৩৬৪ জন স্কুল নির্বাচিত করে নিয়েছেন। দ্বিতীয় দিন বাকিদের নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। আমরা স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে। ২০১৭ সালে প্রাথমিকের টেট পরীক্ষার উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়াকে সমর্থন করেছে। তারাও খুশি দীর্ঘ দিন অপেক্ষা করার পরে চাকরি জীবনে প্রবেশ করতে পেরে।”
কৌশিক অধিকারী