TRENDING:

West Midnapore News: মেলা থেকে মিলছে সরকারি চাকরি! খড়্গপুর আইআইটিতে ‘চাকরির মেলা’! এখুনি জানুন

Last Updated:

বেশ কয়েকজন যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়্গপুর: বয়স বাড়লে লক্ষ্য থাকে সরকারি চাকরির। রীতিমত অনুষ্ঠান করে বেশ কয়েকজন যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল মঙ্গলবার। খড়গপুর আইআইটিতে আয়োজিত রোজগার মেলায় ১৯৭ জনের হাতে, কেন্দ্র সরকারের অধীনস্থ বিভিন্ন বিভাগে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। যাদের মধ্যে প্রায় ৬০ জনেরও বেশি মহিলা রয়েছেন।
advertisement

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে ‘রোজগার মেলা’র শুভ সূচনা করেন। পাশাপাশি দেশ জুড়ে ৪৬ টি জায়গার সঙ্গে খড়্গপুর আইআইটিতেও রোজগার মেলা অনুষ্ঠিত হয়।  উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ-সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিরা।

আরও পড়ুন: ঝাঁসির রানির ছবি দিয়েই শুরু! প্রথাগত তালিম ছাড়াই এই শিল্পীর অঙ্কন দেখলে চমকে যাবেন

advertisement

ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমরম, রাজ্য পোস্টমাস্টার জেনারেল শশীশালিনী কুজুর-সহ অন্যরা। ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত এই রোজগার মেলায় অধিকাংশ ডাক বিভাগে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে চাকরির আকাল। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও মিলছে না সরকারি চাকরি। তাই কেন্দ্র সরকারের উদ্যোগে রোজগার মেলার মধ্য দিয়ে বিভিন্ন বিভাগে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। সেই মত এদিন ১৯৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন বিভাগের চাকরি পেয়ে খুশি যুবক যুবতীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/চাকরি/
West Midnapore News: মেলা থেকে মিলছে সরকারি চাকরি! খড়্গপুর আইআইটিতে ‘চাকরির মেলা’! এখুনি জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল