TRENDING:

BSF Admission: বিএসএফের চাকরির আগে ঠিক কী কী মাথায় রাখা উচিত? কৌশল শেখাচ্ছেন বাহিনীর কর্তা

Last Updated:

সীমান্তবর্তী গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ, অতি সহজে বিএসএফে ভর্তি জন্য কী কী করা উচিত সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ দেওয়া হবে বিএসএফের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: অতি সহজে বিএসএফে ভর্তি জন্য কী প্রয়োজন? কোন পদ্ধতিতে নিয়োগ হয়। দৈহিক মাপ থেকে শারীরিক পরীক্ষায় কী কী প্রয়োজন? এই সমস্ত বিষয়ে যুবক- যুবতীদের মধ্যে প্রাথমিক ধারণা তৈরি করতে এবার উদ্যোগ নিল খোদ বিএসএফ কর্তারা। মূলত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির যুবক-যুবতীদের মধ্যে আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর।
advertisement

সীমান্তবর্তী গ্রামগুলির যুবক- যুবতীদের নিয়ে বিশেষ প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ দিচ্ছেন বিএসএফ কর্তারা। আগ্রহী যুবক যুবতীরা অতি সহজে কীভাবে বিএসএফের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, সেই সমস্ত বিষয়গুলিতেই বিশেষ জোর দিচ্ছেন কর্তারা। মালদহের হবিবপুর ব্লকের বৈদ্যপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ১৫৯ নম্বর ব্যাটেলিনের ক্যাম্প রয়েছে।

আরও পড়ুন: মৃত বাবার সঙ্গে ৮ দিন এক ঘরে বন্ধ মেয়ে! রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি

advertisement

এই ব্যাটেলিয়ানের কর্তাদের উদ্যোগেই অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদ্যপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের যুবক-যুবতীদের একত্রিত করা হয়েছে। সেখানে নিয়মিত বিএসএফ কর্তারা গিয়ে প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণগুলি দিচ্ছেন। কোম্পানি কমান্ডার কে পি সিং বলেন, গ্রামের যে সমস্ত যুবক-যুবতীরা উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তাদের নিয়েই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। বিএসএফএ ভর্তির প্রক্রিয়া কী কী রয়েছে কীভাবে পরীক্ষা হয় সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হচ্ছে তাদের সঙ্গে। বিএসএফের চাকুরিতে আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ।

advertisement

আরও পড়ুন: শীতের সন্ধে ভরে উঠুক কাশ্মীরি লঙ্কার চপের স্বাদে! বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

কীভাবে নিয়োগ প্রক্রিয়া গুলি তারা সম্পন্ন করতে পারবেন সেগুলি মূলত শেখানো হচ্ছে। নিয়মিত শরীর চর্চার কৌশল পরীক্ষার প্রস্তুতি নিয়েও ধারণা দিচ্ছেন কর্তারা। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীদের মধ্যে যেন বিএসএফে ভর্তির আগ্রহ বাড়াতে এলাকার ছাত্র ছাত্রীদের নিয়ে ব়্যালি করা হয়।

advertisement

বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের কেদারিকা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নিজে উপস্থিত থেকে প্রশিক্ষণ দিচ্ছেন। অনেক সময় দেখা যায় যোগ্যতা উচ্চতা সমস্ত কিছু থাকার পরেও পিছিয়ে পড়া সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীরা গাইডের অভাবে চাকুরী পায় না। তাই বিএসএফের পক্ষ থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রামের যুবক যুবতীরাও যাতে সঠিকভাবে নিয়োগের পরীক্ষাগুলিতে পাশ করতে পারে। সময়ের মধ্যে দৌড়, ও অন্যান্য শারীরিক কসরত করে উঠতে পারে সে সমস্ত বিষয় নিয়েই এই বিশেষ প্রশিক্ষণ। বিএসএফ দের কাছ থেকে নিয়োগের প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ মেলায় অনেকটাই উপকৃত হচ্ছেন সীমান্তবর্তী গ্রামের যুবক যুবতীরা। এমন উদ্যোগের ফলে অনেকের মধ্যেও বিএসএফ ছাড়াও অন্যান্য বাহিনীতে যোগদানের আগ্রহ বাড়ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/চাকরি/
BSF Admission: বিএসএফের চাকরির আগে ঠিক কী কী মাথায় রাখা উচিত? কৌশল শেখাচ্ছেন বাহিনীর কর্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল