জানা যায়, বৃহস্পতিবার নাগাড়ে বৃষ্টির কারণে জল ঢুকে যায় ঝাড়গ্রাম বিনোদ মঞ্জুরী বালিকা বিদ্যালয়ে। কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে। ক্লাসরুমে, স্টাফ রুমে জল থৈ থৈ অবস্থা। বাধ্য হয়ে স্কুল ছুটি হওয়ার আগেই পড়ানো বন্ধ করেন শিক্ষিকারা।
আরও পড়ুন ঃ বয়স মাত্র ২ বছর আট মাস, একরত্তির প্রতিভা জানলে চমকে যাবেন
advertisement
হাঁটু সমান জল পেরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় ছাত্রীদের। দীর্ঘদিন ধরে এই সমস্যায় পড়েছেন ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা। তাদের অভিযোগ স্কুল চত্বরে থাকা নিকাশী নালা পরিকল্পনা বিহীন ভাবে গড়ে তুলেছে পৌরসভা।
নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে বারংবার এই সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। শুধু বিদ্যালয় নয়, বিদ্যালয়ের বাইরের রাস্তাতেও জমে জল। নোংরা জল পেরিয়ে যেতে হয় সকলকে। কবে এই সমস্যার সমাধান হয় তার দিকে তাকিয়ে সকলে।
Ranjan Chanda