Jhargram News: বয়স মাত্র ২ বছর আট মাস, একরত্তির প্রতিভা জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
আধো-আধো স্বরে কত কথাই না আউড়ে চলে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ২ বছর ৮ মাসের একরত্তি আরাত্রিকা
ঝাড়গ্রাম: কথা এখনও স্পষ্ট নয়! আধো-আধো স্বরে কত কথাই না আউড়ে চলে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ২ বছর ৮ মাসের একরত্তি আরাত্রিকা। কিন্তু খুদের প্রতিভা জানলে চমকে উঠবেন। এখনও স্কুলে ভর্তি হয়নি জঙ্গলমহলের বেলপাহাড়ির আরাত্রিকা মাহাতো। শুরুও হয়নি পড়ার পাঠ। কিন্তু চলতে পারে A থেকে Z, এক থেকে পঞ্চাশ, এমনকি চিনতে পারে বিভিন্ন দেশের পতাকাও । শুধু এখানেই থেমে নেই! আধো-আধো স্বরে আরাত্রিকা বলতে পারে প্রতিটি অক্ষর, সংখ্যা, মাসের নাম, ঋতুর নাম। এহেন বিরল প্রতিভার জন্য ইতিমধ্যেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ড’-এ নাম উঠেছে বলে দাবি পরিবারের।
এই বয়সে সাধারণত হাতেখড়ি হয় প্রত্যেকের। খেলার ছলে ছেলেমেয়েদের পড়াশোনায় মন বসানোর চেষ্টায় থাকেন বাবা-মা। তবে অন্যান্য শিশুদের থেকে আরাত্রিকা অনেকটাই আলাদা। স্মৃতিশক্তি অন্যান্য শিশুদের থেকে অনেকটাই প্রখর। খেলার ছলের মায়ের কাছেই প্রথম পাঠ। আজ আরাত্রিকা গড়গড় করে বলে যায় অঙ্গ প্রত্যঙ্গের নাম, যানবাহন, চিকিৎসা সরঞ্জামের নাম । এমনকি ১২টি দেশের জাতীয় প্রতীকও তার মুখস্ত।
advertisement
Ranjan Chanda
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 4:06 PM IST